ICC Champions Trophy 2025

অন্য দলের জার্সি পরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন ধোনি! সঙ্গী বলিউডের এক তারকা

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। কয়েক দিন আগেই জানিয়েছেন, এখনই অবসর নেওয়ার ভাবনা নেই। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ক্রিকেটের উত্তেজনার বাইরে থাকতে পারলেন না মহেন্দ্র সিংহ ধোনিও। খেলার শুরু থেকেই টেলিভিশনের সামনে বসে পড়েন তিনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক খেলা দেখলেন অন্য একটি দলের জার্সি পরে।

Advertisement

রবিবার সমাজমাধ্যমে ধোনির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েক জনের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ দেখছেন ধোনি। তাঁর সঙ্গীদের অন্যতম ছিলেন বলিউড অভিনেতা সানি দেওল। নিজের প্রিয় দলের জার্সি পরে খেলা দেখেছেন ধোনি। তবে সেই জার্সি ভারতীয় দলের নয়। চেন্নাই সুপার কিংসের জার্সি পরেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার।

শেষ বার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সদস্য ছিলেন ধোনি। সে বার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি একাধিক বিজ্ঞাপনে ধোনিকে দেখা গিয়েছে।

Advertisement

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। কয়েক দিন আগেই জানিয়েছেন, এখনই অবসর নেওয়ার ভাবনা নেই। এ বার বাচ্চাদের মতো খেলতে চান। তিনি বলেছিলেন, ‘‘২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। হয়তো আর কয়েক বছর ক্রিকেট খেলতে পারব। বাকি সময়টায় ক্রিকেট সম্পূর্ণ উপভোগ করে নিতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement