MS Dhoni

Atharva: ক্রিকেটের বাইশ গজ ছেড়ে নতুন ইনিংস, ধোনি এ বার আসছেন ‘অথর্ব’ ওয়েব সিরিজে

বুধবার নিজের ফেসবুক পেজে ধোনি একটি ‘প্রোমো’ তুলে ধরেছেন। আর বলেছেন, ‘‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৭
Share:

আকর্ষণ: বিনোদন জগতে নতুন রূপে দেখা যাবে ধোনিকে। টুইটার

ক্রিকেটের বৃত্ত ছাড়িয়ে এ বার নতুন আকাশে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। বিনোদন জগতে প্রবেশ ঘটতে চলেছে তাঁর। ‘ক্যাপ্টেন কুল’ এ বার ‘অথর্ব’!

Advertisement

কে এই অথর্ব? কী-ই বা তাঁর সম্পর্ক ভারতের বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে?

বুধবার নিজের ফেসবুক পেজে ধোনি একটি ‘প্রোমো’ তুলে ধরেছেন। আর বলেছেন, ‘‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।’’ জানা গিয়েছে, পৌরাণিক ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে। যার নাম ‘অথর্ব’। তাতেই নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। বাইশ গজের পৃথিবী থেকে বেরিয়ে তিনি এ বার বিনোদন জগতে অভিষেকের অপেক্ষায়।

Advertisement

যে সংক্ষিপ্ত ভিডিয়োটি দেখানো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, পূরাকালের এক যোদ্ধার চেহারায় দৈত্য-দানবদের সঙ্গে লড়াই করছেন ধোনি। জানা গিয়েছে, রমেশ তামিলমানির রচনায় এই ওয়েব সিরিজ হচ্ছে। যার দায়িত্বে থাকছে ধোনি এন্টারটেনমেন্ট। এবং, ধোনির এই নতুন ভূমিকায় পর্দার আড়ালে প্রধান পরিচালক তাঁর স্ত্রী সাক্ষী। ধোনির স্ত্রী সাক্ষী ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর। তিনি এই ওয়েব সিরিজ তৈরিতে প্রধান ভূমিকা নিচ্ছেন বলেই শোনা যাচ্ছে। এটাও বোঝা যাচ্ছে যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পরে নতুন প্রকল্পে নাম লেখাতে চাইছেন তিনি। এর আগে ‘ধোনি এন্টারটেনমেন্ট’ ডকুমেন্টারি সিরিজ় ‘রোর অব দ্য লায়ন’ তৈরি করেছে। যা দেখা গিয়েছে ডিজ়নি হটস্টারে।

সাক্ষী আগে বলেছিলেন, ‘‘পৌরাণিক ঘটনার উপরে তৈরি এই কাহিনি। এক রহস্যময়ের যাত্রাকাহিনির বর্ণনা যেখানে রয়েছে। জগতসংসারের নানা দিক তুলে ধরা যেতে পারে এই সিরিজের মাধ্যমে। ফিল্মের চেয়ে ওয়েব সিরিজই সঠিক মঞ্চ হবে বলে আমাদের মনে হয়েছে।’’ ধোনির এই প্রোমো ভিডিয়ো মুহূর্তে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে একটি বলিউড পত্রিকাও মন্তব্য করেছে, ‘‘এটা শুধু কাল্পনিক কাহিনি নয়। দু’বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফসল।’’

গ্রাফিক নভেল আসলে কী? এই ধরনের বইয়ের সঙ্গে মিল পাওয়া যায় কমিকের। কোনও গদ্য সাহিত্যকে ছবির সাহায্যে তুলে ধরা হয় এই ধরনের বইয়ে। সাধারণ কমিকের থেকে এই গ্রাফিক নভেলের পরিধি অনেক বেশি হয়। ধোনি এখানে নতুন যুগের গ্রাফিক নভেলের কথা উল্লেখ করেছেন। ভিডিয়োয় যে প্রোমো দেখানো হয়েছে, তার মধ্যে ‘অ্যানিমেশন’-এর ছাপ আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন