Rohit Sharma in Mumbai Indians

‘বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না,’ ব্যাটিং ছাড়া কি দলে কোনও কাজ নেই রোহিতের

মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন রোহিত শর্মা। সেই প্রাক্তন অধিনায়ককে এখন বোলারদের নিয়ে পরিকল্পনাতেও রাখে না মুম্বই। রোহিত কি আক্ষেপ করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ২২:০৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংসের পরেও কি আক্ষেপ শোনা গেল রোহিত শর্মার গলায়? মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন রোহিত। গত বার তাঁকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে। পাঁচ বার দলকে চ্যাম্পিয়ন করা সেই প্রাক্তন অধিনায়ককে এখন বোলারদের নিয়ে পরিকল্পনাতেও রাখে না মুম্বই। সেই কারণেই কি আক্ষেপ রোহিতের?

Advertisement

রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের বিরতিতে রোহিতের সঙ্গে কথা বলছিলেন ধারাভাষ্যকারেরা। সেখানেই রোহিতকে প্রশ্ন করা হয়, এই পিচে কী ভাবে বল করা উচিত মুম্বইয়ের বোলারদের? জবাবে রোহিত বলেন, “এই পিচে বৈচিত্র দরকার। বোলার কী করবে সেটা যেন আগে থেকে বোঝা না যায়। আমাদের বোলারেরা যথেষ্ট অভিজ্ঞ। আশা করছি সেই অভিজ্ঞতা ওরা কাজে লাগাবে।” তার পরেই রোহিত বলেন, “এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না। তাই কী পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারব না।”

গত বার রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পরেই মুম্বই শিবিরে অশান্ত শুরু হয়েছিল। ভাঙন ধরেছিল সাজঘরে। মুম্বইয়ের দর্শকদের একটা বড় অংশ হার্দিককে মানতে পারছিলেন না। মাঠেই তাঁকে বিদ্রুপ করা হচ্ছিল। রোহিতও খুব একটা ভাল মানসিকতায় ছিলেন না। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বন্ধু অভিষেক নায়ারকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মুম্বই ছাড়তে চান। যদিও এ বারও সেই দলেই রয়েছেন তিনি। রোহিত কি খুশি নন সেখানে?

Advertisement

এ বারও শুরু থেকে ফর্মে ছিলেন না রোহিত। প্রথম ছ’টি ম্যাচে মাত্র ৫৪ রান করেছিলেন। যদিও শেষ চারটি ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি। করেছেন ১৮২ রান। রাজস্থানের বিরুদ্ধেও অর্ধশতরান করেছেন তিনি। তবে এ বার রোহিতকে ব্যাটারের ভূমিকাতেই দেখা যাচ্ছে। বেশির ভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে তাঁকে। অর্থাৎ, মুম্বই ফিল্ডিং করার সময় তিনি মাঠেই থাকছেন না। তবে কি তাঁকে একঘরে করে দেওয়া হয়েছে? ব্যাটিং ছাড়া আর কোনও ভূমিকা নেই দলের প্রাক্তন অধিনায়কের? সেই আক্ষেপই কি শোনা গেল রোহিতের মুখে?

যদি তেমনটা যদি তেমনটা হয় তা হলে বলতে হবে, রোহিতকে অসম্মান করছে মুম্বই। কারণ, ছ’বার আইপিএল জিতেছেন রোহিত। তার মধ্যে পাঁচ বার অধিনায়ক হিসাবে। এখনও ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক তিনি। গত ১১ মাসের মধ্যে দেশকে দু’টি আইসিসি ট্রফি (টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) দিয়েছেন তিনি। এক দিনের বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ভারতকে। এমন একজন দলে থাকলে তাঁর অভিজ্ঞতা কাজে না লাগানো বোকামি। সেই বোকামিই কি করছে মুম্বই? রোহিত কিন্তু তেমনই ইঙ্গিত দিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement