টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র আদায় করে নিল আরও এক দেশ। আফ্রিকা আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের সেমিফাইনালে বৃহস্পতিবার তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া। তারা ১৬ নম্বর দেশ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। বাকি থাকল আর চারটি দেশ।
পরের বছরের বিশ্বকাপ খেলার জন্য আফ্রিকা থেকে যোগ্যতা অর্জন করার লক্ষ্যে রয়েছে আর একটি দেশ। বৃহস্পতিবার রাতের দিকে জ়িম্বাবোয়ে এবং কেনিয়া অপর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। যারা জিতবে তারা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ফাইনাল শনিবার।
নামিবিয়ার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ১৫টি দেশ। কেনিয়া বা জ়িম্বাবোয়ে ১৭তম দেশ হিসাবে খেলবে। বাকি তিনটি দেশ আসবে এশিয়া-প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব খেলে। সেটি ৮ অক্টোবর থেকে শুরু ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, কাতার, সামোয়া এবং আমিরশাহি তিনটি জায়গার জন্য খেলবে।
এই নিয়ে চতুর্থ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে নামিবিয়া। ২০২১, ২০২২, ২০২৪-এ খেলেছে তারা। ২০২২-এ তারা শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। এ ছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকা, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইটালি যোগ্যতা অর্জন করেছে।