Mohammed Siraj in India Vs England Test Series

ওভালে হেরে সিরাজের নতুন নাম দিয়েছে ইংল্যান্ড দল! তাঁকে কী নামে ডাকছেন স্টোকসেরা, ফাঁস করলেন প্রাক্তন ক্রিকেটার

ওভালে মহম্মদ সিরাজের বোলিংয়ের কাছে হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। সেই ম্যাচের পর সিরাজকে নতুন নামে ডাকছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৩:০০
Share:

ওভালে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেটার ও সমর্থকদের কাছে তিনি ‘মিঞাভাই’। যে ভাইয়ের উপর ভরসা করছে গোটা দেশ। কিন্তু ইংল্যান্ডের কাছে তিনি কী? ওভালে মহম্মদ সিরাজের বোলিংয়ের কাছে হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। সেই ম্যাচের পর সিরাজকে নতুন নামে ডাকছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। সেই নাম ফাঁস করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন।

Advertisement

‘দ্য ডেলি মেল’-এ হুসেন লিখেছেন, সিরাজের নতুন নাম দিয়েছেন বেন স্টোকসেরা। হুসেন লিখেছেন, “ইংল্যান্ডের ক্রিকেটারেরা সিরাজকে মিস্টার অ্যাংরি (রাগী মানুষ) বলে ডাকছে। এই সিরিজ়টা সিরাজের। গোটা সিরিজ় জুড়ে ওর বেশ কিছু মুহূর্ত রয়েছে। লর্ডসে আউট হয়ে হতাশ সিরাজ পিচেই হাঁটু মুড়ে বসে থেকেছে। প্রতিটা উইকেট নেওয়ার পর উল্লাস করেছে। রিভিউ অসফল হলে হতাশা দেখিয়েছে। এই সব ছবিই এই সিরিজ়ের প্রাণ।”

ইংল্যান্ডের ক্রিকেটারেরা সিরাজকে ‘রাগী মানুষ’ বললেও হুসেন তেমন মনে করেন না। তাঁর কাছে সিরাজ এমন একজন ক্রিকেটার, যিনি সব সময় বিনোদন দেন। হুসেন লিখেছেন, “সিরাজ বিনোদন দেয়। তবে হ্যাঁ, সেই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে সফল হওয়ার সব গুণ ওর আছে। প্রতিভা রয়েছে। আবেগ রয়েছে। পরিশ্রম করতে পারে। দুর্দান্ত ইয়র্কারে ক্রলি ও অ্যাটকিনসনকে আউট করেছে। পিচে বল ফেলে ভিতরে ঢুকিয়েছে। একই জায়গা থেকে আউটসুইং করেছে। ওর জন্য নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও শুভমন নেয়নি।”

Advertisement

চাপের মুখে সিরাজের মাথা ঠান্ডা রেখে বল করার প্রশংসা করেছেন হুসেন। তিনি লিখেছেন, “ওভালে এমন পরিস্থিতি ছিল যে, দুটো চার হলেই খেলার ছবি বদলে যেতে পারত। শুরুতেই জেমি স্মিথকে আউট করে সিরাজ বড় ধাক্কা দিয়েছে। চাপের মুখেও একটার পর একটা ভাল বল করেছে। শুভমনের সঙ্গে পরিকল্পনা করেছে। তার পর সেটা কাজে লাগিয়েছে। একটু এ দিক-ও দিক হলেই ওকে খলনায়ক করা হত। কিন্তু ও নায়ক হয়ে উঠেছে। ওর আবেগ রয়েছে। কিন্তু চাপের মধ্যে ঠান্ডা মাথায় নিজের কাজটাও করতে পারে।”

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শেষ হয়েছে। তাই মন খারাপ হুসেনের। তাঁর মতে, এই সিরিজ় দেখিয়ে দিয়েছে, কেন টেস্ট এখনও ক্রিকেটের সেরা ফরম্যাট। তিনি লিখেছেন, “সিরিজ় শেষ হয়ে গেল। মনখারাপ করছে। এত দুর্দান্ত একটা সিরিজ় হল। মাঝেমাঝে ভাবি, কোন সাহসে কেউ টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন তোলে। দেড় মাস দুটো দল নিজেদের সব দিয়ে লড়েছে। ওভালে শেষ দিনের ভর্তি মাঠ বুঝিয়ে দিচ্ছে, কেন এই ফরম্যাট সেরা। এই সিরিজ় টেস্টের মান অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement