Punjab Kings

IPL: আইপিএল-এর দলগুলি বিদেশে গিয়ে খেলুক অন্য সময়, দাবি ওয়াদিয়ার

সারা বিশ্বে আইপিএল একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। আইপিএল-এর নতুন দল কেনার জন্য বিদেশি সংস্থাও এগিয়ে এসেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ২০:৩৪
Share:

আইপিএল-এর নিলাম। —ফাইল চিত্র

আইপিএল না থাকলে বিদেশে গিয়ে খেলতে চায় দলগুলি। এমনটাই বলছেন নেস ওয়াদিয়া। পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই বিষয় নিয়ে। ওয়াদিয়ার মতে তাতে আইপিএল-এর দলগুলি আরও শক্তিশালী হয়ে উঠবে।

সারা বিশ্বে আইপিএল একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। আইপিএল-এর নতুন দল কেনার জন্য বিদেশি সংস্থাও এগিয়ে এসেছিল। যদিও শেষ পর্যন্ত আরপিএসজি গ্রুপ এবং সিভিসি ক্যাপিটাল নতুন দু'টি দল কেনে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেন, ‘‘আইপিএল না থাকলে দলগুলি কী করবে সেটা নিয়ে বিসিসিআই-এর ভাবা উচিত। এতে আইপিএল আরও বড় হয়ে উঠবে। ক্রিকেটারদের যেমন যেমন পাওয়া যাবে সেই অনুযায়ী তিনটে বা পাঁচটা ম্যাচ খেলা যেতে পারে।’’

Advertisement

ওয়াদিয়ার মতে আইপিএল বড় হচ্ছে। খেলা একটা বড় ব্যবসা বলে মত তাঁর। ওয়াদিয়া বলেন, ‘‘খেলা এখন একটা বড় ব্যবসা। এখানে বিনিয়োগ করা খুবই লাভজনক। আইপিএল-এর সেটা প্রাপ্য। একজন সত্যিকারের ব্যবসায়ীর মতো বলছি। এমন জিনিসেই বিনিয়োগ করা উচিত যেখান লাভ আছে।’’

তবে ক্রিকেটারদের শরীর নিয়েও চিন্তিত ওয়াদিয়া। তিনি বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটাররা প্রচুর ক্রিকেট খেলছেন। তাঁদের শারীরিক এবং মানসিক দিকটাও দেখা উচিত। গত সেপ্টেম্বর থেকে ওঁরা জৈবদুর্গের মধ্যে রয়েছেন। মানসিক ভাবে তাঁরা ক্লান্ত হয়ে পড়তে পারেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন