Hemang Badani

আইপিএলের দলে ভারতীয় কোচদের প্রাধান্য চাইছেন দিল্লি ক্যাপিটালসের কোচ

আইপিএলের দলগুলিতে আরও বেশি করে ভারতীয় কোচদের চাইছেন বাদানি। তাঁর মতে, আইপিএল জিততে হলে ভারতীয় কোচদের উপরেই ভরসা করতে হবে। তাতে ঘরোয়া ক্রিকেটারদের বেশি সুবিধা হবে বলে মনে করছেন বাদানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১
Share:

হেমাঙ্গ বাদানি। —ফাইল চিত্র।

দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে হেমাঙ্গ বাদানি। তিনি আইপিএলের দলগুলিতে আরও বেশি করে ভারতীয় কোচদের চাইছেন। তাঁর মতে, আইপিএল জিততে হলে ভারতীয় কোচদের উপরেই ভরসা করতে হবে। তাতে ঘরোয়া ক্রিকেটারদের বেশি সুবিধা হবে বলে মনে করছেন বাদানি।

Advertisement

রিকি পন্টিংকে সরিয়ে বাদানিকে দায়িত্ব দিয়েছে দিল্লি। কোচ হিসাবে লঙ্কা প্রিমিয়ার লিগে তিন বার ট্রফি জিতেছেন বাদানি। আইএলটি২০ লিগে দুবাই ক্যাপিটালসকে ট্রফি জিতিয়েছেন কোচ হিসাবে। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ দলের ব্যাটিং কোচ বাদানি। তিনি বলেন, “আইপিএলে এক একটি দলে ২৫ জন ক্রিকেটার নেওয়া যায়। এর মধ্যে ১৬ জন ভারতীয়। দলের সাফল্যের নেপথ্যে তাদের বড় ভূমিকা থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটারেরা আসে। যে হেতু খুব কম দিনের প্রতিযোগিতা, তাই ভারতীয় কোচ হলেই সুবিধা। তারা বুঝতে পারবে ঘরোয়া ক্রিকেটারদের। কিন্তু আইপিএলে খুব বেশি ভারতীয় কোচ দেখা যায় না।”

দিল্লি ছাড়াও কলকাতা নাইট রাইডার্স (চন্দ্রকান্ত পণ্ডিত), গুজরাত টাইটান্স (আশিস নেহরা) এবং রাজস্থান রয়্যালসে (রাহুল দ্রাবিড়) ভারতীয় কোচ রয়েছে। বাকি সব দলেই বিদেশি কোচ। তবে ১৭ বছরের আইপিএলে ১৫ বার এমন দল জিতেছে যাদের বিদেশি কোচ রয়েছে। বাদানি বলেন, “সব দলে যদি বিদেশি কোচ থাকে, তা হলে তো বিদেশি কোচের দলই আইপিএল জিতবে। আমি বিদেশি কোচ থাকার বিপক্ষে নই। আমি বলতে চাইছি, ভারতীয় কোচ থাকলে সেই দল জিতবে না, এটা ভাবা উচিত হবে না। আমরা লড়াই করতে নামলে তবে তো বোঝা যাবে কে জিততে পারে। নেহরা ২০২২ সালে আইপিএল জিতেছে। গত বছর পণ্ডিতের দল জিতেছে। ওরা দেখিয়ে দিয়েছে যে, ভারতীয় কোচদের পক্ষেও দলকে জেতানো সম্ভব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement