Shreyas Iyer Snubbed as Mumbai Captain

ভারতীয় দলে ব্রাত্য শ্রেয়সের দিকে তাকাল না মুম্বইও! রাহানে সরতেই নতুন অধিনায়কের দায়িত্ব ‘বুড়ো’ ক্রিকেটারের কাঁধে

এশিয়া কাপের দলে জায়গা পাননি। এ বার ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্বও পেলেন না শ্রেয়স আয়ার। মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক করা হয়নি তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৮:১৬
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

সময়টা ভাল যাচ্ছে না শ্রেয়স আয়ারের। ভারতের এশিয়া কাপের দলে জায়গা পাননি তিনি। এ বার মুম্বই ক্রিকেট সংস্থাও তাঁর দিকে তাকাল না। মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়কের পদ ছেড়েছেন অজিঙ্ক রাহানে। তাঁর বদলে অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। মুম্বইয়ের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক শ্রেয়স। অথচ লাল বলের জন্য তাঁর কথা ভাবেনি রাজ্য সংস্থা।

Advertisement

গত মরসুমে সৈয়দ মু্স্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করেছিলেন শ্রেয়স। তাঁর নেতৃত্বে মুস্তাক আলি জিতেছিল মুম্বই। অথচ, লাল বলের ক্রিকেটে তাঁকে অধিনায়ক করা হয়নি। জানা গিয়েছে, যে হেতু শ্রেয়স জাতীয় দলে খেলেন, ফলে রঞ্জিতে তাঁকে ক’টা ম্যাচে পাওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণে, শার্দূলকে অধিনায়ক করা হয়েছে। গত বার রঞ্জিতে কয়েকটা ম্যাচ খেলার কথা ছিল শ্রেয়সের। কিন্তু শেষ মুহূর্তে চোটের কথা বলে সরে যান তিনি। সেটাও হয়তো শ্রেয়সের বিপক্ষে গিয়েছে।

সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের দলে থাকলেও জাতীয় দলে অনিয়মিত শার্দূল। তাঁকে রঞ্জিতে পাওয়া যাবে। পাশাপাশি দলীপ ট্রফিতেও পশ্চিমাঞ্চলের অধিনায়ক হয়েছেন শার্দূল। ফলে ৩৩ বছর বয়সি এই ক্রিকেটারের উপরেই ভরসা রেখেছে মুম্বই।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটা পোস্ট করে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান রাহানে। তিনি লেখেন, “মুম্বইয়ের নেতৃত্ব দেওয়া এবং ট্রফি আমার কাছে বিরাট সম্মানের। নতুন একটা মরসুম শুরু হতে চলেছে। তার আগে নতুন নেতা খুঁজে নেওয়ার এটাই সেরা সময়। তাই অধিনায়কত্বের দায়িত্বে আর থাকতে চাই না। তবে খেলোয়াড় হিসাবে মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়ার ব্যাপারে আমি দায়বদ্ধ। মুম্বইকে আরও ট্রফি জেতাতে চাই।”

রাহানের নেতৃত্বে সাত বছরের খরা কাটিয়ে ২০২৩-২৪ মরসুমে রঞ্জি জিতেছিল মুম্বই। গত মরসুমে ইরানি কাপও জেতে তারা। কিন্তু রাহানে আর নেতৃত্ব দিতে চাইছেন না। তাঁর বদলে শার্দূলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement