Farhan Ahmed

হ্যাটট্রিক-সহ ৫ উইকেট টি-টোয়েন্টি ম্যাচে, ১৭ বছরের ফারহানের নতুন কীর্তি

গত মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহান আহমেদের। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১০ উইকেট নিয়ে নজির গড়েন ব্রিটেনের ক্রিকেটে। একই দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে করলেন হ্যাটট্রিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১১:১৮
Share:

ফারহান আহমেদ। ছবি: এক্স (টুইটার)।

বয়স ১৭। এই বয়সেই বল হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ফারহান আহমেদ। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই জ্বলে উঠছেন অফ স্পিনার। গত মরসুমে নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। এ বার সেই দলের বিরুদ্ধেই হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিলেন। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই দুই নজির গড়লেন তিনি।

Advertisement

ফারহানের স্পিন বুঝতে পারছেন না ল্যাঙ্কাশায়ারের ব্যাটারেরা। তা প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। করেছেন হ্যাটট্রিকও। তাঁর দাপটের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়েছেন ফারহান। জবাবে ১৫.২ ওভারে নটিংহ্যামশায়ার করে ৬ উইকেটে ১২৭।

গত মরসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম মরসুমেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেই এই কীর্তি গড়েছিলেন তরুণ ক্রিকেটার। উল্লেখ্য, ফারহান ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদের ভাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement