IPL 2025

এক ডজন: কী কী নজির হল আইপিএলের বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচে

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচে ১২টি নজির তৈরি হয়েছে শনিবার। কোনওটি দলগত আবার কোনওটি ব্যক্তিগত। নজির গড়েছেন দু’দলের ক্রিকেটারেরাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৬:২০
Share:

(বাঁ দিকে) রজত পাটিদার এবং মহেন্দ্র সিংহ ধোনি (ডান দিকে) ছবি: বিসিসিআই।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এক ডজন নজির তৈরি করেছেন দু’দলের ক্রিকেটারেরা। ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি রয়েছে দলগত নজিরও। দেখে নেওয়া যাক কী কী নজির তৈরি হয়েছে শনিবারের ম্যাচে।

Advertisement

১) এই প্রথম একই আইপিএলে দু’বার চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে কখনও বিরাট কোহলিরা একই আইপিএলের হোম এবং অ্যাওয়ে ম্যাচ জেতেননি মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে। চেন্নাইয়ের তিন বার এই কৃতিত্ব রয়েছে। ২০১৫, ২০১৮ এবং ২০২১ মরসুমে ‘ডাবল’ করেছিল চেন্নাই।

২) টানা ১২টি ম্যাচে ১৮০ বা তার বেশি রান তাড়া করে জিততে পারল না চেন্নাই সুপার কিংস। এ ক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নজির স্পর্শ করল চেন্নাই। ২০১৯ থেকে ২০২৩ মরসুম পর্যন্ত টানা ১২টি ম্যাচে ১৮০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পারেননি বিরাট কোহলিরা। এ ক্ষেত্রে আইপিএলের রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের দখলে। তারা ২০১৫ থেকে ২০২১ মরসুমের মধ্যে টানা ১৫টি ম্যাচে ১৮০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি।

Advertisement

৩) শনিবার বেঙ্গালুরুর ইনিংসের শেষ দু’ওভারে ওঠে ৫৪ রান। আইপিএলের ইতিহাসে আর কোনও দল শেষ দু’ওভারে এত রান তুলতে পারেনি। গত বছর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ দু’ওভারে ৫৩ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। সেই নজির ভেঙে দিল বেঙ্গালুরু।

৪) শনিবার ১৪ বলে অর্ধশতরান করেছেন বেঙ্গালুরুর রোমারিয়ো শেফার্ড। আইপিএলের ইতিহাসে যা যুগ্ম ভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের নজির। লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সেরও ১৪ বলে অর্ধশতরান করার নজির রয়েছে আইপিএলে। দ্রুততম অর্ধশতরানের নজির যশস্বী জয়সওয়ালের। তিনি ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করেছিলেন। তবে শেফার্ড বেঙ্গালুরুর হয়ে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েছেন। আগের রেকর্ডটি ছিল ক্রিস গেলের। তিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে ৫০ রান করেন।

৫) বেঙ্গালুরুর ইনিংসের ১৯তম ওভারে বোলার ছিলেন খলিল আহমেদ। সেই ওভারে ৩২ রান তোলেন শেফার্ড। আইপিএলের ইতিহাসে এটাই এক ওভারে কোনও ব্যাটারের তোলা সর্বোচ্চ রান। এ ক্ষেত্রে নিজের নজিরই স্পর্শ করেছেন তিনি। ২০২৪ সালে অনরিখ নোখিয়ের এক ওভারে ৩২ রান করেছিলেন তিনি। এ ছাড়া গেল এবং কামিন্স দু’বার এক ওভারে ৩০ রান করে তুলেছেন।

৬) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে ১১৪৬ রান হয়ে গেল বিরাট কোহলির। নজির গড়লেন কোহলি। কোনও একটি দলের বিরুদ্ধে এটাই কোনও ক্রিকেটারের সবচেয়ে বেশি রান। আগে রেকর্ডটি ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। অস্ট্রেলীয় ব্যাটারের ১১৩৪ রান রয়েছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

৭) আইপিএলে এক মরসুমে অষ্টম বার ৫০০ বা তার বেশি রান করার নজির গড়লেন কোহলি। আর কোনও ব্যাটার আইপিএলের এতগুলি মরসুমে ৫০০ বা তার বেশি রান করতে পারেননি। এত দিন ওয়ার্নার এবং কোহলি যুগ্ম ভাবে এই নজিরের মালিক ছিলেন। ওয়ার্নার আইপিএলের সাতটি মরসুমে ৫০০র বেশি রান করেছেন। লোকেশ রাহুলের ছ’টি এবং শিখর ধাওয়ানের পাঁচ বার এই কৃতিত্ব রয়েছে।

৮) শনিবার বেঙ্গালুরুর ইনিংসের ১৭.৫ ওভার হয়ে যাওয়ার পর মাঠে নামেন শেফার্ড। তার পরও অর্ধশতরান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দেরিতে ব্যাট করতে নেমেও ৫০ রান করার এটি দ্বিতীয় দ্রুততম নজির। নেপালের দীপেন্দ্র সিংহ আরি মঙ্গোলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১৮.২ ওভারের পর নেমেও অর্ধশতরান করেছিলেন।

৯) শনিবার এ বারের আইপিএলে সপ্তম অর্ধশতরান করেছেন কোহলি। এ বার তাঁর প্রতিটি অর্ধশতরানের ম্যাচেই জিতেছে বেঙ্গালুরু। ২০১৬ সালে তিনি এবং ওয়ার্নার সাতটি করে অর্ধশতরান করেছিলেন। ২০২৩ সালে শুভমন গিলও করেন সাতটি অর্ধশতরান। আইপিএলের এক মরসুমে সাতটি অর্ধশতরানই সর্বোচ্চ।

১০) চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর তিন জন ব্যাটার অর্ধশতরান করেছেন। এই নিয়ে আইপিএলে তৃতীয় বার একটি ম্যাচে বেঙ্গালুরুর তিন ব্যাটার অর্ধশতরান করলেন। আর কোনও দলের ব্যাটারেরা দু’বারের বেশি এমন কৃতিত্ব তৈরি করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ভারত এবং নর্দাম্পটনশায়ারের ব্যাটারেরা চারটি ম্যাচে এমন কৃতিত্ব দেখিয়েছেন।

১১) চেন্নাইয়ের আয়ুষ মাত্রে ৪৮ বলে ৯৪ রানের ইনিংস খেলেছেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। আইপিএলের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসাবে অর্ধশতরান করার নজির গড়লেন আয়ুষ। শনিবার আয়ুষের বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। তার থেকে কম বয়সে অর্ধশতরানের নজির রয়েছে বৈভব সূর্যবংশী (১৪ বছর ৩২ দিন) এবং রিয়ান পরাগের (১৭ বছর ১৭৫ দিন)।

১২) তৃতীয় কনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে অর্ধশতরান করার নজির গড়েছেন বেঙ্গালুরুর জ্যাকব বেথেল। শনিবার তাঁর বয়স ছিল ২১ বছর ১৯২ দিন। বেথেলের থেকে কম বয়সে অর্ধশতরানের নজির রয়েছে সাম কারেন (২০ বছর ৩৩৪ দিন) এবং রহমানুল্লা গুরবাজ়ের (২১ বছর ১২৯ দিন)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement