যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ায় গিয়েও খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তিনটি এক দিনের ম্যাচেই তাঁকে সাজঘরে বসে থাকতে হয়েছে। দেশে ফিরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় টেস্ট দলের ওপেনার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি।
সাদা বলের ক্রিকেটে সুযোগ না হলেও টেস্ট ক্রিকেটে যশস্বী এখন ভারতের প্রথম একাদশের নিয়মিত সদস্য। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়। টেস্টের আগে প্রস্তুতির জন্য রঞ্জি ট্রফিকে বেছে নিচ্ছেন তিনি। রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান। ১ নভেম্বর থেকে সেই ম্যাচে খেলতে চান তরুণ ওপেনার। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যশস্বী তা জানিয়েও দিয়েছেন।
রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারবেন না মুম্বইয়ের অন্যতম ওপেনার আয়ুষ মাত্রে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচের জন্য তিনি ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছেন। স্বভাবতই যশস্বী খেলতে চাওয়ায় সুবিধা হবে মুম্বইয়ের। উল্লেখ্য, গত মরসুমের শেষে মুম্বইয়ের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন যশস্বী। গোয়ার ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেছিলেন। পরে মুম্বইয়ের কর্তারা বুঝিয়ে তাঁকে থেকে যেতে রাজি করান।
গত জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে শেষ রঞ্জি ম্যাচ খেলেছেন যশস্বী। সেই ম্যাচে রান পাননি। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৬ রান করেন। তবে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে শতরান রয়েছে যশস্বীর। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দিল্লির ২২ গজে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।