India vs South Africa

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, কারা আসবেন বাভুমার নেতৃত্বে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর আর টেস্ট খেলেননি টেম্বা বাভুমা। পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে তিনিই নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৭:১৯
Share:

টেম্বা বাভুমা। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। ভারতের মাটিতে টেস্ট। তাই স্পিন বোলিং আক্রমণের উপর গুরুত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। দলে জায়গা হয়নি জোরে বোলার লুঙ্গি এনগিডির। এ ছাড়া মূলত পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলা দলকেই ধরে রাখা হয়েছে।

Advertisement

গত জুনে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর আর টেস্ট খেলেননি বাভুমা। পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন এডেন মার্করাম। ভারতের বিরুদ্ধে তিনিই নেতৃত্ব দেবেন। প্রস্তুতির জন্য টেস্ট সিরিজ়ের আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে একটি চার দিনের বেসরকারি টেস্ট খেলবেন বাভুমা।

ভারত সফরের দলে রাখা হয়েছে ৩৬ বছরের অফ স্পিনার সাইমন হারমারকে। ২০১৫ সালে ভারতের মাটিতে দু’টি টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন হারমার। এ বারও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতেও সাফল্য রয়েছে তাঁর। দলে রয়েছেন চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসও।

Advertisement

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে। দু’টেস্টের সিরিজ় ছাড়াও তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ও খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বস, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জ়র্জি, জ়ুবের হামজ়া, সাইমন হারমার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুস্বামী, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং কাইল ভেরেইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement