Lionel Messi

মেসিকে লাল কার্ড দেখা থেকে বাঁচালেন বিপক্ষের কোচ, আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন লিয়ো

রেগে গিয়ে রেফারির উপরে চোটপাট করার কারণে হলুদ কার্ড দেখেছিলেন। দেখতে পারতেন লাল কার্ডও। লিয়োনেল মেসিকে বাঁচিয়ে দিলেন বিপক্ষের কোচ। এ দিকে, আর্জেন্টিনার জাতীয় দলে আবার ফিরেছেন মেসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৬:৫৬
Share:

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

রেগে গিয়ে রেফারির উপরে চোটপাট করার কারণে হলুদ কার্ড দেখেছিলেন। তাতেও রাগ কমেনি। দেখতে পারতেন লাল কার্ডও। তা থেকে লিয়োনেল মেসিকে বাঁচিয়ে দিলেন বিপক্ষের কোচ। এই ঘটনা ঘটেছে ইন্টার মায়ামি বনাম সান হোসের ম্যাচে। এ দিকে, আর্জেন্টিনার জাতীয় দলে আবার ফিরেছেন মেসি। খেলবেন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ।

Advertisement

মায়ামির সঙ্গে সান হোসের ম্যাচ ৩-৩ ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে বক্সের বাইরে মেসিকে ট্যাকল করা হয়। রেফারি ফ্রিকিক না দেওয়ায় রেগে যান মেসি। রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন। ম্যাচের পরেও রাগ কমেনি। রেফারি বাধ্য হয়ে তাঁকে হলুদ কার্ড দেখান।

তা সত্ত্বেও থামানো যাচ্ছিল না মেসিকে। রেফারি এবং তাঁর সহকারীদের সঙ্গে তর্ক করেই যাচ্ছিলেন। রেফারি জো ডিকারসন বলেন, “তুমি দূরে সরে যাও।” মেসি কর্ণপাতই করেননি তাতে। সামনেই ছিলেন সান হোসের কোচ ব্রুস আরেনা। তিনিই মেসিকে শান্ত করেন। মায়ামির ফুটবলারকে সরিয়ে নিয়ে যান।

Advertisement

ম্যাচের পর আরেনা বলেছেন, “ও খুশি ছিল না। আমি চাইছিলাম যাতে ও লাল কার্ড না দেখে। ওকে রেফারিদের থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। ম্যাচের পর কোনও ফুটবলারকে লাল কার্ড দেখানো হলে সেটা খুবই হতাশাজনক।”

পরের মাসে চিলি এবং কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দু’টি ম্যাচের জন্য ২৮ জনের দলে নেওয়া হয়েছে মেসিকে। তবে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মার্চে দেশের হয়ে খেলা থাকলেও চোটের জন্য খেলতে পারেননি মেসি। তবু উরুগুয়ে এবং ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। তারা ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement