WTC Final 2025

বড় ক্ষতি ভারতীয় ক্রিকেটে, ৩০ কোটির জায়গায় হাতে আসছে ১২ কোটি! দায়ী রোহিত-কোহলিরা

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। বিজয়ী এবং পরাজিত দল কত টাকা পুরস্কারমূল্য পাবে তা বৃহস্পতিবার ঘোষণা করল আইসিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:১৫
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। বিজয়ী এবং পরাজিত দল কত টাকা পুরস্কারমূল্য পাবে তা বৃহস্পতিবার ঘোষণা করে আইসিসি। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ভারতীয় দলকে ফাইনালে তুলতে পারেননি। ফলে বড় অর্থ হাতছাড়া হতে চলেছে ভারতীয় বোর্ডের।

Advertisement

গত দু’বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরস্কারমূল্য ঘোষণা করেছে আইসিসি। মোট ৫৭.৬০ লক্ষ ডলার বা ৪৯.২৮ কোটি টাকা মূল্যের অর্থ দেওয়া হবে। ফাইনালে জয়ী দল পাবে ৩৬ লক্ষ ডলার বা ৩০.৮০ কোটি টাকা। গত দু’বারের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে এই অর্থ। রানার্স দল পাবে ২১.৬ লক্ষ ডলার বা ১৮.৪৮ কোটি টাকা।

ভারতের হাত যে পুরোপুরি খালি থাকছে এমন নয়। পয়েন্ট তালিকায় তিনে শেষ করেছে তারা। সেই অনুযায়ী ১৪.৪ লক্ষ ডলার বা ১২.৩২ কোটি টাকা পাবে ভারতীয় বোর্ড। বস্তুত, এই প্রতিযোগিতায় যে সব অংশগ্রহণ করেছে সবাই কিছু না কিছু অর্থ পাবে। সবার নীচে থাকা পাকিস্তান পাবে সবচেয়ে কম অর্থ। তারা ৪.৮ লক্ষ ডলার বা ৪.১১ কোটি টাকা পাবে।

Advertisement

প্রথম দল হিসাবে টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তারা পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়‌, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর সিরিজ়‌ জেতে। ভারতের বিরুদ্ধে ড্র করে।

অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে দেশের মাটিতে ভারতকে টেস্ট সিরিজ়‌ে ৩-১ হারিয়ে। এ ছাড়া পাকিস্তানকে ৩-০ হারিয়েছে। সিরিজ় জিতেছে নিউ জ়‌িল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement