Mohammed Shami's IPL Future

এ বার আইপিএলের দল থেকে বাদ পড়বেন ১০ কোটির শামি! নতুন বোলিং কোচের কথায় ইঙ্গিত

ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি। এ বার কি আইপিএলের দল থেকেও বাদ পড়বেন ভারতীয় পেসার? সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচের কথায় তারই ইঙ্গিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১২:৪৮
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

চাপ আরও বাড়ল মহম্মদ শামির উপর। চোট সারিয়ে ফেরার পর শুরুতে সুযোগ পেলেও ভারতের ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি তিনি। দেশের জার্সিতে শামি কবে ফিরবেন তার কোনও নিশ্চয়তা নেই। এ বার কি আইপিএলের দল থেকেও বাদ পড়বেন ভারতীয় পেসার? সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচের কথায় তারই ইঙ্গিত।

Advertisement

সোমবার হায়দরাবাদ ঘোষণা করেছে, জেমস ফ্রাঙ্কলিনের বদলে তাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। বরুণ আইপিএলের গত মরসুমে সম্প্রচারকারী চ্যানেলে বিশ্লেষকের ভূমিকায় ছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আগামী মরসুমের আগে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত হায়দরাবাদের। জবাবে শামির নাম করেছিলেন বরুণ। তিনি বলেছিলেন, “আমি শামির নাম করব। ও কেরিয়ারের শেষ দিকে এসে পৌঁছেছে। ওর ফিটনেস নিয়ে সমস্যা হচ্ছে। তাই ওকে ছেড়ে দেওয়া উচিত। সেইসঙ্গে আমি ঈশান কিশনের নামও বলব। ওদের কিনতে অনেক টাকা খরচ হয়েছে। ওদের ছেড়ে কম টাকায় ভাল ক্রিকেটার কেনা উচিত ছোট নিলামে।”

বরুণ হায়দরাবাদের নতুন বোলিং কোচ হওয়ার পর তাঁর সেই পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। হায়দরাবাদের সমর্থকদের মতে, বরুণ জানিয়েছিলেন, শামিকে ছেড়ে দেওয়া উচিত। এখন তো তিনি নিজেই কোচ। পরের মরসুমে বোলিং আক্রমণ কেমন হবে তা তিনিই ঠিক করবেন। সুতরাং শামিকে যে আর পরের মরসুমে হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না তা প্রায় নিশ্চিত।

Advertisement

গত বছরের বড় নিলামে শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দরাবাদ। শুরুর দিকের ম্যাচে তাঁকে খেলানোও হয়েছিল। কিন্তু ভাল খেলতে পারেননি শামি। ৯ ম্যাচে ৫৬.১৬ গড়ে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি। প্রচুর রান দিয়েছেন। শেষ দিকে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছে। এ বার হয়তো দল থেকেই বাদ পড়বেন বাংলার পেসার। তাঁর যা ফিটনেস ও ফর্ম তাতে ছোট নিলামে নামলে শামি দল পাবেন কি না তা-ও নিশ্চিত নয়।

ঈশান মরসুমের শুরুটা ভাল করেছিলেন। আইপিএলে তাঁর প্রথম শতরান এসেছিল হায়দরাবাদের জার্সিতেই। কিন্তু তার পর ফর্ম খারাপ হয়েছে। শেষ পর্যন্ত ১৪ ম্যাচে ৩৫৪ রান করেছেন তিনি। ৩৫.৪০ গড়ে রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। হায়দরাবাদের ওপেনিং জুটি ট্রেভিস হেড ও অভিষের শর্মা। তাঁরাও বাঁহাতি। ফলে তিন নম্বরে বাঁহাতি ঈশানকে আগামী মরসুমে না-ও রাখতে পারে হায়দরাবাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement