Babar Azam and Salman Ali Agha

কোহলির নজির ছুঁলেন বাবর, একই ম্যাচে দ্রাবিড়, ধোনির রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সলমন

একই ম্যাচে নজির গড়লেন পাকিস্তানের দুই ক্রিকেটার বাবর আজ়ম ও সলমন আলি আঘা। বিরাট কোহলিকে ছুঁলেন বাবর। সলমন ভাঙলেন রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৭:২৫
Share:

সলমন আলি আঘা (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র।

জ়িম্বাবোয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে উঠেছে পাকিস্তান। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত কীর্তি গড়েছেন দুই ক্রিকেটার বাবর আজ়ম ও সলমন আলি আঘা। বিরাট কোহলিকে ছুঁলেন বাবর। সলমন ভাঙলেন রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড।

Advertisement

চতুর্থ ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন বাবর। তিন নম্বরে নেমে ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সাতটি চার ও দু’টি ছক্কা মেরেছেন তিনি। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ৩৮তম অর্ধশতরান করেছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলিও ৩৮টি অর্ধশতরান করেছেন। ১২৫ ম্যাচে ৩৮ অর্ধশতরান কোহলির। বাবর ৩৮ শতরান করতে ১৩৪ ম্যাচ নিয়েছেন। ৩৮ অর্ধশতরানের পাশাপাশি তিনটি শতরানও রয়েছে বাবরের। কোহলির রয়েছে একটি শতরান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বাবরের। ৪৩৯২ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ১৫৯ ম্যাচে তিনি করেছেন ৪২৩১ রান। তবে অর্ধশতরানের নিরিখে বাবর ও কোহলি পরে রয়েছেন রোহিত (৩২)। তিন নম্বরে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। অর্ধশতরানের নিরিখে চার নম্বরে পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান। বাবরের সতীর্থ ১০৬ ম্যাচে ৩০ অর্ধশতরান করেছেন।

Advertisement

রেকর্ড গড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন। ২০২৫ সালে দেশের হয়ে নিজের ৫৪তম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এক বছরে এত আন্তর্জাতিক ম্যাচ আর কোনও ক্রিকেটার খেলেননি। ১৯৯৯ সালে রাহুল দ্রাবিড় ও ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনি মোট ৫৩ ম্যাচ খেলেছিলেন। তাঁদের রেকর্ড ভেঙে দিয়েছেন সলমন।

তবে ১৯৯৯ সালে টি-টোয়েন্টি ছিল না। দ্রাবিড় সেই বছর ৪৩ এক দিনের ম্যাচ ও ১০ টেস্ট খেলেছিলেন। ২০০৭ সালে সবে ছোট ফরম্যাটের খেলা শুরু হয়েছিল। ধোনি সে বছর খেলেছিলেন ৩৭ এক দিনের ম্যাচ, ৮ টেস্ট ও ৮ টি-টোয়েন্টি। সলমন তুলনায় অনেক বেশি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৩২ টি-টোয়েন্টি খেলেছেন। পাশাপাশি চলতি বছর পাকিস্তানের হয়ে ১৭ এক দিনের ম্যাচে ও ৫ টেস্ট খেলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement