ACC Men's Asia Cup Rising Stars 2025 Final

উঠতিদের এশিয়া কাপে চ‍্যাম্পিয়ন পাকিস্তান, সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ হারল সুপার ওভারেই

পাকিস্তান ২০ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলে। সুপার ওভারে ম‍্যাচের ফয়সালা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০০:২৯
Share:

উঠতিদের এশিয়া কাপ ক্রিকেটে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন পাকিস্তান। ছবি: সংগৃহীত।

যে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, সেই সুপার ওভারেই হারতে হল তাদের। উঠতিদের এশিয়া কাপ ক্রিকেটে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল পাকিস্তান।

Advertisement

সুপার ওভারে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ রান তোলে। মাত্র ৩ বলেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দ্বিতীয় এবং তৃতীয় বলে আউট হয়ে যান আব্দুল গফ্ফর সাকলাইন (০) এবং জ়িশান আলম (০)। পাকিস্তান রিপন মণ্ডলের সুপার ওভারে ৪ বলে জয়ের লক্ষ‍্যে পৌঁছে যায়।

এর আগে পাকিস্তান ২০ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলে। কোনও দলের ক্ষেত্রেই মনে হয়েনি তারা ১২৫ রান করতে পারবে।

Advertisement

পাকিস্তানের ৭৫ রানে ৬ উইকেট পড়ে যায়। এর পর সাদ মাসুদ ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ৩টি করে চার ও ছক্কা রয়েছে। তিনি ছাড়া পাকিস্তানের মাজ সাদাকাত (২৩) এবং আরাফাত মিনহাস (২৫) দু’অঙ্কের রান পান। বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন ৩টি এবং রাকিবুল হাসান ২টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৯৬ রানে ৯ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে অবিচ্ছিন দশম উইকেটে সাকলাইন (১৬) এবং রিপন (১১) ২৯ রান যোগ করেন। ম্যাচ টাই হয়ে যায়। সুপার ওভারে জেতে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement