Pakistan Beats Afghanistan in Tri-series

এশিয়া কাপের আগে ছন্দে পাকিস্তান! নওয়াজ়ের হ্যাটট্রিকে আফগানদের হারিয়ে সিরিজ় জয় সলমনের দলের

এশিয়া কাপের আগে প্রস্তুতি ভাল হয়েছে পাকিস্তানের। ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করে নায়ক মহম্মদ নওয়াজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৮
Share:

জয়ের পর উল্লাস পাকিস্তানের ক্রিকেটারদের। ছবি: সমাজমাধ্যম।

মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। তার আগের দিন ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনাল খেলে ফেলল পাকিস্তান। শারজার মাঠে আফগানিস্তানকে ৭৫ রানে হারাল তারা। হ্যাটট্রিক করে পাকিস্তানের এই জয়ের নায়ক মহম্মদ নওয়াজ়। কেরিয়ারে নিজের সেরা বোলিং এই ম্যাচে করলেন তিনি।

Advertisement

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে পাকিস্তান। ফখর জ়মান ও অধিনায়ক সলমন আলি আঘা শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। ফখর ২৭ ও সলমন ২৪ রান করেন।

ব্যাট হাতেও নজর কাড়েন নওয়াজ়। ২৫ রান করেন তিনি। ফাহিম আশরফের সঙ্গে মিলে দলকে ১৪১ পর্যন্ত নিয়ে যান তিনি। আফগান বোলারদের মধ্যে অধিনায়ক রশিদ খান ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফজ়লহক ফারুকি ও নুর আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন।

Advertisement

রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। নতুন বলে তাদের ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই রহমানুল্লা গুরবাজ়কে আউট করেন তিনি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় আফগানিস্তান।

শারজার উইকেটে বাঁহাতি স্পিনার নওয়াজ়ের কোনও জবাব ছিল না আফগান ব্যাটারদের কাছে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দারওয়াইশ রাসুলিকে আউট করেন নওয়াজ়। পরের বলে ফেরান আজ়মাতুল্লা ওমরজাইকে। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জ়াদরানকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ়।

ওপেনার সেদিকুল্লা অটল ও রশিদ ছাড়া আফগানিস্তানের কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন নওয়াজ়। টি-টোয়েন্টি কেরিয়ারে এটি তাঁর সেরা বোলিং। আব্রার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নিয়েছেন। শাহিন নিয়েছেন ১ উইকেট। পাক বোলারদের দাপটে ১৫.৫ ওভারে ৬৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান।

৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। পাকিস্তানের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে তারা। ১৭ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement