পাকিস্তানের বোলার হ্যারিস রউফ। ছবি: সমাজমাধ্যম।
আমিরশাহি ম্যাচের আগে পাকিস্তানের ম্যাচ বয়কট করার হুমকি নিয়ে সরগরম হয়েছিল এশিয়া কাপ। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান খেলেছে। জিতে উঠেছে এশিয়া কাপের সুপার ফোরে। আমিরশাহি ম্যাচের পর বয়কট প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ। পাশাপাশি, ভারত ম্যাচ নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
বুধবারের ম্যাচে পাকিস্তান খেলবে কি না সেটাই ঠিক ছিল না। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়ে বিতর্কের কারণে প্রথমে ম্যাচ খেলতে চায়নি তারা। শেষ পর্যন্ত এক ঘণ্টা পরে খেলা শুরু হয়। পাকিস্তান জিতেছে ৪১ রানে।
ম্যাচের পর হ্যারিস বলেছেন, “আমি মোটেই চাপে ছিলাম না। বিষয়টা আমার নিয়ন্ত্রণে ছিল না। এই সিদ্ধান্তগুলো বোর্ডই নেয়। এটা ওদের মাথাব্যথা। আমি ম্যাচ খেলতে চেয়েছিলাম। ফোকাস ছিল ম্যাচেই। দল পরিচালন সমিতি ভাল ভাবেই বিষয়টা সামলেছে।”
সুপার ফোরে রবিবার ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চাননি হ্যারিস। তাঁর কথায়, “কোন দল জিতবে তা এখন থেকেই বলা যায় না। খেলায় একটা দল জেতে, একটা দল হারে। দিনের শেষে যে ভাল ক্রিকেট খেলবে সে-ই জিতবে। আমরা চাইব ভাল ক্রিকেট খেলতে।”
ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও বদল হবে কি না সে প্রসঙ্গে হ্যারিস বলেছেন, “এখন থেকে বলা মুশকিল। এটা কোচ এবং অধিনায়ক ঠিক করে। খেলোয়াড় হিসাবে আমি সুযোগ পেলেই নিজের সেরাটা দেব।”
ভারতের বিরুদ্ধে জিততে গেলে যে সব বিভাগে নিজেদের সেরাটা দিতে হবে এটা মেনে নিয়েছেন হ্যারিস। এ ক্ষেত্রে ব্যাটারদেরই এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, “আমি নিশ্চিত দলের ব্যাটারেরা নিজেদের মধ্যে বসে কথা বলবে। কারণ একে অপরের সঙ্গে যোগাযোগ ভাল হলে দলের মধ্যেও স্বচ্ছতা থাকে। কী ভুল করছে সেটা ওদের খুঁজে দেখা দরকার। এখনও ২-৩ দিন অনুশীলনের সুযোগ রয়েছে। পরের ম্যাচেও নিজেদের সেরাটাই দেব।”