পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ছবি: পিটিআই।
আমিরশাহির বিরুদ্ধেও পাকিস্তানের ব্যাটারেরা প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। তবে জিতেছে দল। ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা জানিয়ে দিলেন, সুপার ফোরে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখেন তারা। নাম না করেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশংসা করেছেন ব্যাটারদেরও।
ভারতের কাছে হারের পর বিতর্ক চলছে হাত না মেলানো নিয়ে। টালবাহানার জেরে বুধবার আমিরশাহি-পাকিস্তান ম্যাচও শুরু হয় এক ঘণ্টা পরে। শাহিন আফ্রিদি অলরাউন্ড পারফরম্যান্স না করলে জিততে সমস্যা হত পাকিস্তানের।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসী সলমন বলেছেন, “আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। গত কয়েক মাস ধরেই ভাল ক্রিকেট খেলছি আমরা। যে কোনও দলের বিরুদ্ধেই ভাল খেলতে পারি।”
সলমনের মতে, মাঝের দিকের ওভারগুলিতে তাঁরা ভাল ব্যাট করতে পারছেন না। যে কোনও দলের বিরুদ্ধে ১৭০-১৮০ তোলার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। সলমনের কথায়, “ম্যাচটা জিতেছি। তবে মাঝের দিকের ওভারে ভাল ব্যাট করতে হবে। গত কয়েকটা ম্যাচেই সমস্যা হয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে। এখনও সেরা ব্যাটিং করতে পারিনি আমরা।”
সলমনের সংযোজন, “মাঝের দিকের ওভারে ভাল ব্যাট করলে অনায়াসে ১৭০-১৮০ রান তুলতে পারি আমরা। কাদের বিরুদ্ধে খেলব সেটা মাথাতেই রাখছি না।”
আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম মেনে নিয়েছেন, ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছেন তাঁরা। ওয়াসিমের কথায়, “বোলারদের কৃতিত্ব দেব। ওরা ভাল বল করে পাকিস্তানকে কম রানে আটকে রাখতে পেরেছে। কিন্তু ব্যাটারদের থেকে ভাল ইনিংস প্রত্যাশা করেছিলাম। পাওয়ার প্লে-তে তিনটে উইকেট হারানোই কাল হল।”