Shaheen Afridi

‘মাঠে জবাব দেব’, এশিয়া কাপের সেই করমর্দন বিতর্ক ভোলেননি আফ্রিদি! বলে দিলেন, সূর্যদের খেলোয়াড়সুলভ মানসিকতাই নেই

আফ্রিদি দায় চাপিয়েছেন ভারতীয় দলের উপর। অভিযোগ, সূর্যকুমারদের খেলোয়াড়সুলভ মানসিকতাই নেই। বলেছেন, এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে সূর্যেরা অশোভন আচরণ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৮
Share:

পাকিস্তানের জোরে বোলার শাহিন আফ্রিদি। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। তার ৩৮ দিন আগে বিতর্ক তৈরি করলেন শাহিন আফ্রিদি। টেনে আনলেন গত সেপ্টেম্বরে এশিয়া কাপের বিতর্ক।

Advertisement

পাকিস্তানের জোরে বোলার দায় চাপিয়েছেন ভারতীয় দলের উপর। তাঁর অভিযোগ, সূর্যকুমার যাদবদের খেলোয়াড়সুলভ মানসিকতাই নেই। শুধু তা-ই নয়, তাঁর অভিযোগ, এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে সূর্যেরা অশোভন আচরণ করেছেন।

বুধবার লাহৌরে এক সংবাদ সম্মেলনে আফ্রিদি আলাদা করে কোনও ভারতীয় ক্রিকেটারের নাম নেননি। তিনি বলেন, “সীমানার ও পারে থাকা মানুষজন খেলোয়াড়সুলভ মনোভাব লঙ্ঘন করেছেন।’’

Advertisement

সূর্যের ভারতকে সতর্ক করে দিয়ে আফ্রিদি বলেন, “আমাদের কাজ হল ক্রিকেট খেলা এবং সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মাঠেই এর জবাব দেওয়ার চেষ্টা করব।” তাঁর এই মন্তব্য কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

তবে বিশ্বকাপে আফ্রিদি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলার সময় তিনি চোট পান। তাঁকে দেশে ফিরে যেতে হয়।

এশিয়া কাপে কী হয়েছিল

এশিয়া কাপ চলাকালীন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মাঠের সীমানা ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়েছিল, যার ফলে খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। টুর্নামেন্টের ম্যাচগুলিতে ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন। এই সংঘাতের আবহ পুরো টুর্নামেন্ট জুড়েই বজায় ছিল। সূর্যকুমারের দেখানো পথ দলের বাকিরাও অনুসরণ করেন এবং পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনও ম্যাচেই তাঁরা করমর্দন করেননি।

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের ভিতরের পরিবেশও ছিল উত্তপ্ত। পাকিস্তানের হ্যারিস রউফের ‘জেট ক্র্যাশিং’ ভঙ্গি এবং সাহাবজাদা ফারহানের ‘‘রাইফেল’’ উৎসব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আইসিসি এই আচরণের জন্য ক্রিকেটারদের জরিমানা করে এবং সতর্কবার্তা দেওয়া হয়।

বিশ্বকাপে ভরত-পাকিস্তান ম্যাচের আগে এই ঘটনাগুলো মনে করিয়ে দিয়ে ভারতকে হুঙ্কার দিয়ে রাখলেন আফ্রিদি। বুঝিয়ে দিলেন, তাঁরা এখনও ওই বিতর্ক ভুলতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement