ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সমস্যায় পাকিস্তান, দল নিয়ে সন্তুষ্ট নন বোর্ড প্রধান, বদলের ইঙ্গিত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দল নিয়ে সন্তুষ্ট নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩
Share:

বাবর আজ়ম। তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড। —ফাইল চিত্র।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান। ইতিমধ্যেই নিজেদের দল জানিয়ে দিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন জার্সিও প্রকাশিত হয়েছে। কিন্তু তার মধ্যেই নতুন সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দল নিয়ে সন্তুষ্ট নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

শনিবার নতুন জার্সি প্রকাশিত হয়েছে পাকিস্তানের। একটি ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, ফখর জ়মানদের। কিন্তু তার মাঝেই দলে বদলের ইঙ্গিত দিয়েছেন নকভি। তিনি জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে বদলের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে পারেন তাঁরা।

দল ঘোষণার পরে দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা হয়েছে। খুশদিল শাহ ও ফাহিম আশরফকে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন এক দিনের ক্রিকেট খেলেননি তাঁরা। লিগ ক্রিকেট খেলার সুবাদে তাঁরা জায়গা পেয়েছেন। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছেন। তার ফলেই কি বদলের কথা ভাবছে পাক বোর্ড?

Advertisement

শনিবার মহসিন জানিয়েছেন, নির্বাচকদের উপরেই সবটা নির্ভর করছে। তিনি বলেন, “যে দল ঘোষণা করা হয়েছে তা নিয়ে আলোচনা করবেন নির্বাচকেরা। নিশ্চয় কিছু ভেবেই খুশদিল ও ফাহিমকে নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সুযোগ রয়েছে। ওরা চাইলে কোনও বদল করতেই পারে। এই বিষয়ে আমরা নাক গলাব না।”

মহসিন নাক না গলানোর কথা বললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দল নিয়ে খুশি নন চেয়ারম্যান। বিশেষ করে খুশদিল ও ফাহিমকে নেওয়া নিয়ে আপত্তি রয়েছে তাঁর। তিনি সেই কথা নির্বাচকদের জানিয়েছেন। সেই কারণে নির্বাচকেরা আবার দল নিয়ে আলোচনা করবেন। যা পরিস্থিতি, তাতে দু’একটা বদল হতে পারে দলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement