ICC Champions Trophy 2025

৮৬৯ কোটি টাকার ক্ষতি মানছে না পাকিস্তান, উল্টে লাভের হিসেব দিচ্ছে পাক বোর্ড!

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে নাকি আর্থিক ক্ষতি হয়েছে পাকিস্তানের। যার পরিমাণ প্রায় ৮৬৯ কোটি টাকা। এমন দাবি উঠেছে বিভিন্ন মহলে, যা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৭:৩৩
Share:

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে শাহিদ আফ্রিদি। ছবি: রয়টার্স।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু তারা নিজেদের দেশে মাত্র একটি ম্যাচ খেলেছে। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। সেই সঙ্গে আর্থিক ভাবেও নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতি হয়েছে পাকিস্তানের। যার পরিমাণ প্রায় ৮৬৯ কোটি টাকা। এমন দাবি উঠেছে বিভিন্ন মহলে, যা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

সূত্রের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পাকিস্তানের যা খরচ হয়েছে, তার প্রেক্ষিতে আয় ১৫ শতাংশও নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬৯ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। যা মানছে না পিসিবি। তাদের দাবি, ভারতীয় সংবাদমাধ্যম ইচ্ছাকৃত ভাবে এই তথ্য ছড়াচ্ছে। পিসিবির মুখপাত্র আমির মির বলেন, “ভারতীয় সংবাদমাধ্যম ইচ্ছাকৃত ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। সেই কারণেই এই সাংবাদিক বৈঠক করছি আমরা। দাবি করা হচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। পাকিস্তানের শত্রু ভারতের সংবাদমাধ্যম এমনটা করেই থাকে। মিথ্যের ঝুলি নিয়ে বসেছে ওরা। ভারতীয় সংবাদমাধ্যম যে তথ্য দিয়েছে, সত্যিটা ঠিক তার বিপরীত। প্রতিযোগিতা আয়োজনের সমস্ত খরচ করেছে আইসিসি। টিকিট বিক্রি করে যা আয় হয়েছে, তা পেয়েছে পিসিবি। আইসিসির থেকে আমরা ৩০০ কোটি পাকিস্তানি রুপি পাব।”

আমির জানিয়েছেন, পাকিস্তানের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ২০০ কোটি পাকিস্তানি রুপি আয় হবে ভেবেছিল। বাস্তবে তাদের আয় আরও বেশি হয়েছে। আমির বলেন, “আর্থিক ভাবে পিসিবি এখন ক্রিকেট খেলিয়ে বোর্ডগুলির মধ্যে তৃতীয় স্থানে। বোর্ডকে ৪ কোটি পাকিস্তানি রুপি কর দিতে হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement