ছোটদের এশিয়া কাপ জিতে উল্লাস পাকিস্তানের ক্রিকেটারদের। ছবি: এক্স।
পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে হিন্দি ছবি ‘ধুরন্ধর’। ভারতে রমরমিয়ে চলা সেই ছবিকে হাতিয়ার করেই ভারতকে খোঁচা দিল পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়েছে পাকিস্তান। ভারতকে হারিয়ে ভারতেরই হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর গানের তালে নাচতে দেখা গিয়েছে পাক ক্রিকেটারদের।
রবিবার দুবাইয়ের মাঠে ভারতকে হারানোর পর পাক ক্রিকেটারদের উল্লাসের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ছবির একটি ভাইরাল হওয়া গানের তালে নাচছেন সমীর মিনহাস, ফারহান ইউসুফেরা। ছবিতে যে ভাবে অভিনেতা অক্ষর খান্না নেচেছেন, সেই একই কায়দায় নাচতে দেখা গিয়েছে তাঁদের।
‘ধুরন্ধর’ ছবিটি পাকিস্তানের করাচির লিয়ারি শহরের পটভূমিকায় তৈরি। ছবির মূল বিষয়, সেখানকার গ্যাং ওয়ার। সেই গ্যাংয়ের মধ্যে এক ভারতীয় গুপ্তচরের অনুপ্রবেশ ও ভারতের বিভিন্ন এলাকায় জাল নোট পাচার বা জঙ্গি হামলার পরিকল্পনার আগাম খবর সেই চরের মাধ্যমে পাওয়া। স্পাই থ্রিলার এই ছবি। সেই কারণেই পাকিস্তানে এই ছবি নিষিদ্ধ। শুধু পাকিস্তান নয়, বাহরিন, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও এই ছবি নিষিদ্ধ। তার পরেও তা রমরমিয়ে ব্যবসা করছে। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।
পাকিস্তানে নিষিদ্ধ হলেও ইতিমধ্যে বেআইনি ভাবে এই ছবি প্রায় ২০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। অর্থাৎ, পাকিস্তানের সাধারণ মানুষ তা দেখছেন। যে গানের তালে পাক ক্রিকেটারেরা নেচেছেন, সেই গানও সেই দেশে জনপ্রিয় হয়েছে। সেই গানের তালেই এ বার ভারতকে খোঁচা মেরেছেন সমীরেরা।
ভারতকে হারিয়ে ইসলামাবাদ ফিরেছে পাকিস্তান দল। এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় উপচে পড়েছিল। আসলে বড়দের ক্রিকেটে গত কয়েক বছরে দু’দলের সাক্ষাতে ভারত দাপট দেখিয়েছে। সেই দাপটের মধ্যে পাকিস্তানের এই ছোটদের জয় উদ্যাপন করতেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। তাঁদের মতে, ছোটদের কাছ থেকে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের শেখা উচিত। বড়দেরও ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তাঁরা।