Mohammad Rizwan

চেনা ছন্দে রিজওয়ান, প্রথম এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারাল পাকিস্তান

সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় মহম্মদ রিজওয়ান। অপরাজিত অর্ধশতরান করে দলকে জেতালেন তিনি। বল হাতে নাসিম শাহের পাঁচ উইকেটও সাহায্য করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ২৩:০২
Share:

সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় মহম্মদ রিজওয়ান। অপরাজিত অর্ধশতরান করে দলকে জেতালেন তিনি। ফাইল ছবি

নিউ জ়িল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে অনায়াসে হারিয়ে দিল পাকিস্তান। সোমবার করাচিতে কেন উইলিয়ামসনের দল হারল ৬ উইকেটে। সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় মহম্মদ রিজওয়ান। অপরাজিত অর্ধশতরান করে দলকে জেতালেন তিনি। বল হাতে নাসিম শাহের পাঁচ উইকেটও সাহায্য করেছে। নিউ জ়িল্যান্ডের তোলা ২৫৫ রান ১১ বল বাকি থাকতেই তুলে নেয় পাকিস্তান।

Advertisement

টসে হারেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ডেভন কনওয়ে। ফিন অ্যালেন এবং উইলিয়ামসন প্রাথমিক ধাক্কা সামাল দিলেও আঘা সলমনের দুরন্ত ক্যাচে ফিরতে হয় অ্যালেনকে। উসামা মিরের দুরন্ত বলে ফেরেন উইলিয়ামসনও (২৬)। নিউ জ়িল্যান্ডের হয়ে পরের দিকে ভাল খেলেন টম লাথাম (৪২) এবং মাইকেল ব্রেসওয়েল (৪৩)। ড্যারিল মিচেল (৩৬) এবং গ্লেন ফিলিপসও (৩৭) যোগ্য সঙ্গত দেন। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৫ তোলে নিউ জ়‌িল্যান্ড। নাসিম ৫৭ রানে পাঁচ উইকেট নেন।

পাকিস্তানেরও শুরুটা ভাল হয়নি। ১১ রান করে ফেরেন ইমাম উল হক। তবে দ্বিতীয় উইকেটে ফখর জমান এবং বাবর আজম ৭৮ রানের জুটি গড়েন। ফখর ৫৬ রানে আউট হন। বাবর ৬৬ রান করেন। বাকি ম্যাচে দলকে একার হাতে টেনে নিয়ে যান রিজওয়ান। মাঝে তাঁর পায়ের পেশিতে টান ধরলেও লড়াই ছাড়েননি। অপরাজিত থাকেন ৭৭ রানে। যোগ্য সঙ্গত দেন হ্যারিস সোহেল (৩২)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন