BCCI

সুবিধা রোহিতদের, প্রথম টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার সেরা বোলারই

বক্সিং ডে টেস্টে একটি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর মাঝের আঙুলের পেশি ছিঁড়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ২২:১৮
Share:

অস্ট্রেলিয়ার সেরা বোলারকে প্রথম টেস্টে খেলতে হবে না রোহিতদের। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরু হতে ঠিক এক মাস দেরি। তার আগে রোহিত শর্মার ভারতের কাছে সুখবর। বিপক্ষের সবচেয়ে ভাল বোলারই খেলতে পারবেন না প্রথম টেস্টে। সোমবার জোরে বোলার মিচেল স্টার্ক জানিয়েছেন, তাঁর আঙুলে চোট লেগেছে। ফলে প্রথম টেস্টে হয়তো খেলতে পারবেন না। অনিশ্চিত ক্যামেরন গ্রিনও, যিনি সম্প্রতি আইপিএল নিলামে সাড়ে ১৭ কোটি টাকা দাম পেয়েছেন।

Advertisement

বক্সিং ডে টেস্টে একটি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক। তাঁর মাঝের আঙুলের পেশি ছিঁড়েছে। তৃতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলেছেন, “সম্ভবত প্রথম টেস্টে আমার খেলা হবে না। এই মাসটা শেষ না হলে বুঝতে পারব না কী অবস্থা। যদি আমাকে খেলানো হয়, তা হলে দ্বিতীয় টেস্টে খেলতে পারি। তবে আঙুলের চোটের দিকে খেয়াল রাখতে হবে।”

এ দিকে, একই টেস্টে অনরিখ নোখিয়ার বাউন্সারে আঙুল ভেঙে গিয়েছে গ্রিনের। তাঁরও খেলার সম্ভাবনা কম। স্টার্ক না থাকায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ কিছুটা হলেও ভোঁতা হয়ে যেতে পারে। স্টার্কের বদলে খেলার দৌড়ে এগিয়ে জশ হেজলউড। সিডনিতে তৃতীয় টেস্টে দারুণ ছন্দে ছিলেন তিনি। প্রথম ইনিংসে চারটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ফলো-অন করতে বাধ্য হয়।

Advertisement

তাঁকে দলে নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। বলেছেন, “ওকে নিতে কোনও সমস্যা নেই। ও থাকলে অনেক সুবিধা হবে আমাদের। সিডনির মতো উইকেটে চার-পাঁচটা উইকেট পাওয়া মুখের কথা নয়। যখনই বল করতে নামে ওকে বিপজ্জনক লাগে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন