(বাঁ দিকে) ওয়ানিন্দু হাসরঙ্গ এবং আবরার আহমেদ (ডান দিকে)। ছবি: এক্স।
নকল উচ্ছ্বাসে মজল এশিয়া কাপ। পাকিস্তান এবং শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের কাণ্ডে মজা পেলেন ক্রিকেটপ্রেমীরা। টান টান লড়াইয়ের মাঝে তৈরি হল অন্য রকম মুহূর্ত। এক বার নয়। দু’বার।
উইকেট নিয়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ দু’হাত ক্রশ করে যে ভাবে উচ্ছ্বাস করেন, তাঁকে আউট করে হাসি মুখে ঠিক তেমনই করলেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। বিষয়টি নজর এড়ায়নি হাসরঙ্গের। তবে আউট হয়ে তিনি সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন। আবরারের চতুর গুগলিতে শেষ হয় তাঁর ১৩ বলে ১৫ রানের ইনিংস। হাসরঙ্গকে নকল করে আবরারের উচ্ছ্বাস নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।
পাকিস্তানের ইনিংসে আবার ঘটল ঠিক উল্টো ঘটনা। মাহিশ থিকসানার বলে ফখর জ়ামানের ক্যাচ ধরার পর আবরারকে নকল করে উচ্ছ্বাস প্রকাশ করেন হাসরঙ্গ।উইকেট পাওয়ার পর পাক স্পিনার যে ভাবে মাথা ঝাঁকিয়ে উচ্ছ্বাস করেন, ঠিক তেমন করেন হাসরঙ্গ। যা দেখে ডাগ আউটে বসে থাকা আবরার হেসে ফেলেন। হাসরঙ্গ অবশ্য দু’বার পাক ক্রিকেটারকে নকল করেন। সাইমকে আউট করার পরও আবরারের মতো করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
হাসরঙ্গ বুঝিয়ে দেন পাক স্পিনারের ব্যঙ্গ ভাল ভাবে নেননি তিনি। তবে এ নিয়ে কোনও অপ্রীতিকর কিছু ঘটেনি। ক্রিকেটপ্রেমীরাও মজা পেয়েছেন। গোটা ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ গজের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করলেন দু’দলের দুই ক্রিকেটার। খেলার শেষে দু’জনকে ‘নকল’ লড়াই নিয়ে নিজেদের মধ্যে রসিকতা করতেও দেখা গিয়েছে।