Asia Cup 2025

বাংলাদেশ ম্যাচের আগেও ভারত-পাক উত্তাপ! রউফের বিদ্রুপ নিয়ে মুখ খুললেন ভারতের সহকারী কোচ

প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চাইছেন না সূর্যকুমার যাদবেরা। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের আচরণকেও গুরুত্ব দিচ্ছেন না। নিজেদের পরিকল্পনা ঠিক ভাবে বাস্তবায়িত করাই সূর্যদের প্রধান লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২
Share:

রায়ান টেন দুশখাতে। —ফাইল চিত্র।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগের দিন নিরবতা ভাঙল ভারতীয় শিবির। দলের অন্যতম সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মুখ খুললেন পাক জোরে বোলার হ্যারিস রউফের অপারেশন সিঁদুর বিদ্রুপ নিয়ে। পাকিস্তানের প্ররোচনায় পা না দেওয়ায় প্রশংসা করলেন অভিষেক শর্মারও।

Advertisement

ভারত-বাংলাদেশ ম্যাচের আগেও ভারত-পাক উত্তাপ। এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার দু’দলের অক্রিকেটীয় দ্বন্দ্বই আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একই প্রসঙ্গে কথা বলতে হল নেদারল্যান্ডসের দুশখাতেকেও। রউফের অপারেশন সিঁদুর বিদ্রুপ নিয়ে দুশখাতে জানিয়েছেন, তাঁরা বিষয়টি দেখেছিলেন। তবে গুরুত্ব দেননি। বলা যায় ভারতীয় শিবির রউফের বিদ্রুপকে পাত্তাই দিচ্ছে না। তিনি বলেছেন, ‘‘শুধু এটুকুই বলব, পরিস্থিতি ক্রিকেটারদের উপর বিশাল যে চাপ তৈরি করেছে, তাতে আচরণ নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। আমরা রউফের কাণ্ডগুলো দেখেছি। তবে গুরুত্ব দিতে চাইনি। আমাদের ক্রিকেটারেরা শুধু খেলায় মন দিচ্ছে। এ সব গুরুত্ব দিচ্ছে না। সকলেই দেখেছেন সেদিন অভিষেক শর্মা এবং শুভমন গিল কী ভাবে ব্যাট করেছে। ওরা দারুণ ভাবে নিজেদের নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেছে। ব্যাট হাতে মাঠে জ্বলে উঠেছে। আমরা ওদের নিয়ে গর্বিত।’’

দুশখাতে আরও বলেছেন, ‘‘সকলেই বুঝতে পারছেন, ক্রিকেটারেরা কী বোঝাতে চাইছে। তারা কেমন আচরণ করছে। আমরা এখানে শুধু ক্রিকেট নিয়ে ভাবতে চাই। দলের সকলকে আমরা এটাই বার বার বলেছি। শুধু খেলা নিয়ে ভাবতে বলেছি। পাকিস্তানের বোলারেরা উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল। আমরা ওই ফাঁদে পা দিলে হয়তো খারাপ কিছু হত। ওদের উৎসব করার সুযোগ করে দিতাম। সেটা আমাদের ক্রিকেটারেরা হতে দেয়নি। ওরা নিজেদের খেলার মধ্যে থাকার চেষ্টা করেছে। কাজ শেষ করে মাঠ ছেড়েছে। শেষে আমরাই জিতেছি।’’

Advertisement

পাক বোলারদের প্ররোচনার মধ্যেও অভিষেকের ৩৯ বলে ৭৪ রানের ইনিংসের প্রশংসা করেছেন ভারতীয় দলের সহকারী কোচ। দুশখাতে বলেছেন, ‘‘ওরা কিন্তু শুরুটা ভালই করেছিল। ওরা ম্যাচ থেকে ওভাবে হারিয়ে যাবে ভাবিনি।’’ এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু ক্রিকেটের মধ্যে থেকেই ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে।

প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি এ ভাবেই খেলতে চায় ভারতীয় শিবির। প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চাইছেন না সূর্যকুমার যাদবেরা। নিজেদের পরিকল্পনা ঠিক ভাবে বাস্তবায়িত করাই তাঁদের প্রধান লক্ষ্য। মাঠে নেমে রউফেরা কী করলেন, তা নিয়ে মাথাব্যথা নেই ভারতীয় দলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement