Super Cup 2025

সুপার কাপে বিদেশি খেলানো নিয়ে ফেডারেশন-মোহনবাগান দ্বন্দ্ব, শিল্ড নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ

কল্যাণ চৌবে বলেছিলেন, ঘরোয়া ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে, ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। সুপার কাপের আগে তিনি আগের অবস্থান পরিবর্তন করায় ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১
Share:

মোহনবাগানের অনুশীলন। —ফাইল চিত্র।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সুপার কাপের দলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রতিযোগিতায় একসঙ্গে ছয় জন বিদেশি খেলানো যাবে। তাঁর এই অবস্থানের প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফেডারেশন সভাপতির মত বদল নিয়ে প্রশ্ন তুলেছে সবুজ-মেরুন শিবির।

Advertisement

গত মে মাসে কল্যাণ বলেছিলেন, ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে বিদেশি ফুটবলারের সংখ্যা না কমালে, ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। প্রতিভার বিকাশ হবে না। সেই অবস্থান থেকে সরে এসে সুপার কাপে ছ’জন বিদেশি খেলানোর কথা বলেছেন ফেডারেশন সভাপতিই। তাঁর চিঠির প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান। প্রশ্ন তোলা হয়েছে ফেডারেশন সভাপতির মত পরিবর্তন নিয়ে।

মোহনবাগান শিবিরের বক্তব্য, ফেডারেশন সভাপতি নিজেই বিদেশি ফুটবলার কমানোর কথা বলেছিলেন। অথচ তিনিই এখন একসঙ্গে ছ’জন বিদেশি খেলানোর কথা বলছেন। বিরোধিতা করে পাল্টা চিঠি দিয়েছে মোহনবাগান। চিঠিতে বলা হয়েছে, ‘‘আমরা এই সিদ্ধান্তের বিরোধী। আইএসএলের মতো সুপার কাপেও চার জন বিদেশি খেলানোর নিয়ম মানা হোক। চার বিদেশিই খেলানো হোক। ছ’জন নয়।’’ এ ব্যাপারে ফেডারেশন সভাপতির বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ।

Advertisement

অন্য দিকে শোনা যাচ্ছে, এ বার আইএফএ শিল্ড না-ও খেলতে পারে মোহনবাগান। বিষয়টি মানতে পারছেন না সবুজ-মেরুন সমর্থকদের একাংশ। সমর্থকদের সংগঠন ‘মেরিনার্স বেস ক্যাম্প – আল্ট্রাস মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সমর্থকদের দাবি, শিল্ডের সঙ্গে মোহনবাগানের ঐতিহ্য, ইতিহাস, গর্ব জড়িয়ে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সেরা দল নিয়ে আইএফএ শিল্ড খেলার কথাও বলেছে সমর্থকদের সংগঠনটি।

সুপার জায়ান্ট কর্তৃপক্ষের বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোহনবাগান আইএফএ শিল্ড খেলবে না, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। আবার মোহনবাগান খেলবে, সরকারি ভাবে তা-ও জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement