Shreyas Iyer

শ্রেয়সকে নিয়ে বিতর্ক বাড়ছে, লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে বোর্ডকে চিঠি ব‍্যাটারের

অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে হঠাৎ সরে দাঁড়ান শ্রেয়স আয়ার। ভারত ‘এ’ দলের অধিনায়ক ছিলেন তিনিই। লখনউ থেকে মুম্বই ফেরার পর বিশ্রাম চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাইলেন শ্রেয়স আয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়ে বিশ্রাম চেয়েছেন দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। উল্লেখ্য, মঙ্গলবারই অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরুর আগে দল থেকে সরে দাঁড়ান শ্রেয়স। অথচ তিনিই ছিলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক।

Advertisement

দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর এ দিনই লখনউ থেকে মুম্বইয়ে ফেরেন শ্রেয়স। জানা গিয়েছিল, ব্যক্তিগত কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক। পরে বোর্ডকে চিঠি দিয়ে লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য কিছু দিনের জন্য বিশ্রাম চেয়েছেন শ্রেয়স। শরীরের পিছনের অংশের পেশি শক্ত হয়ে যাচ্ছে শ্রেয়সের। রয়েছে অস্বস্তি। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটের ধকল নিতে পারছেন না বলে জানিয়েছেন শ্রেয়স। তিনি সমস্যার কথা জানিয়েছেন জাতীয় নির্বাচকদেরও। গত রঞ্জি ট্রফির সময় থেকেই এই সমস্যায় ভুগছেন শ্রেয়স। টানা চার দিন ফিল্ডিং করতে সমস্যা হচ্ছে তাঁর। ভারত ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচেও চার দিন টানা মাঠে থাকতে পারেননি। তাই লাল বলের ক্রিকেট থেকে কিছু দিন বিশ্রাম চেয়েছেন বোর্ডের কাছে।

Advertisement

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘শ্রেয়স লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছে। সমস্যার কথা পরিষ্কার ভাবে জানিয়েছে। এটা খুব ভাল। এতে নির্বাচকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কত দিন লাল বলের ক্রিকেট থেকে বিশ্রামে থাকবে, তা নির্দিষ্ট করেনি। শ্রেয়স জানিয়েছে, কিছু দিন পর শারীরিক পরীক্ষা করিয়ে এবং ফিজিয়ো-ট্রেনারের পরামর্শ নিয়ে নিজের পরিকল্পনা জানাবে।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে শ্রেয়সকে রাখেননি অজিত আগরকরেরা। মনে করা হচ্ছিল, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের দলে তিনি থাকবেন। তবে শ্রেয়সের বিশ্রামে সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও তাঁকে দেখা যাবে না। উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ় শুরু হবে ২ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement