ICC Champions Trophy 2025

পাকিস্তান ক্রিকেটে অশান্তি, আক্রম-ইউনিসদের নাকি টাকা দিয়ে সব কিছু করানো যায়!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দুর্দশাকে কেন্দ্র করে লেগে গেল সে দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস দলের সমালোচনা করায় তাঁদের তোপ দাগলেন রশিদ লতিফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৫:০৮
Share:

(বাঁ দিকে) ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

টাকার জন্য সব কিছু করতে পারেন ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস। অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ রিজ়ওয়ানের দলের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছিলেন আক্রম এবং ইউনিস। তা নিয়েই দুই প্রাক্তন সতীর্থকে পাল্টা আক্রমণ করেছেন রশিদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজ়ওয়ানদের ব্যর্থতা নিয়ে অশান্তি লেগে গিয়েছে পাক ক্রিকেট মহলে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন দুই প্রাক্তন জোরে বোলার। পাকিস্তান দলের দুর্দশা দেখে তাঁরা দুবাইয়ের স্টুডিয়োয় বসে সমালোচনা করেন। তাতেই ক্ষুব্ধ রশিদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘দুবাইয়ে বসে কেউ কেউ তোলপাড় করে ফেলছে। ওরা পরস্পরের প্রশংসা করতেই ব্যস্ত। ওরা নিজেদের গোটা ক্রিকেটজীবন ধরে লড়াই করেছে। তাতে পাকিস্তানের ক্রিকেটের কোনও লাভ হয়নি। অদ্ভুত মানুষ ওরা। সামনে টাকা ফেলে যা ওদের দিয়ে খুশি করিয়ে নেওয়া যায়।’’

এখানেই থামেননি রশিদ। তিনি আরও বলেছেন, ‘‘৯০ দশকের ক্রিকেটারেরা পাকিস্তানের ক্রিকেটের জন্য কিছু করেনি বলেই আমাদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। এই সময়ের ক্রিকেটারদের ক্রিকেট প্রশাসন এবং দলের থেকে দূরে রাখতে পারলে হয়তো আমরা আর একটা বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারব। ওরা দীর্ঘ দিন ধরে পাকিস্তানের ক্রিকেটের সেবা করেছে। এখন ওদের বিশ্রাম নেওয়া উচিত।’’

Advertisement

উল্লেখ্য, ১৯৯২ সালে এক দিনের বিশ্বকাপ জেতার পর ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৭ বছর পর আবার বিশ্বসেরা হয়েছিল তারা। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। একই সঙ্গে গত বারের চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমেছিল। তবু প্রতিযোগিতার সেমিফাইনালে উঠতে পারেননি রিজ়ওয়ানেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সে দেশের প্রাক্তন ক্রিকেটারেরা নানা মত দিচ্ছেন। তা নিয়েই আক্রম এবং ইউনিসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রশিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement