BGT 2024-25

ব্রিসবেন টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার পেসার? কী জানালেন অধিনায়ক কামিন্স, বাদ যাবেন কে?

পার্‌থ টেস্টের পর চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড। অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি। ব্রিসবেনে তৃতীয় টেস্টে তিনি কি ফিরতে পারেন? বললেন দলের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫
Share:

প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

পার্‌থ টেস্টের পর চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড। অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি। তবে ব্রিসবেনে তৃতীয় টেস্টে ফিরতে পারেন। অ্যাডিলেডে জেতার পর তেমনই ইঙ্গিত দিয়েছেন দলের অধিনায়ক। সে ক্ষেত্রে স্কট বোলান্ড বাদ যাবেন কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement

হেজ়লউড ছিটকে যাওয়ার পর অস্ট্রেলিয়া শিবিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে অ্যাডিলেডে তাঁর অভাব অনুভূত হয়নি। দুই ইনিংসেই ভারতীয় ব্যাটারদের ধরাশায়ী করেছেন মিচেল স্টার্ক। খারাপ বল করেননি হেজ়লউডের পরিবর্ত হিসাবে নামা বোলান্ড। পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। তবে হেজ়লউড দলে ঢুকলে বসতে হবে তাঁকেই।

কামিন্স বলেছেন, “জোশুকে (হেজ়লউড) কাল বল করতে হবে। তবে ও অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। কাল বল করার পর আমাদের খতিয়ে দেখতে হবে ও ঠিক কেমন আছে। সব কিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে ব্রিসবেনে ও দলে ফিরবে। আগামী দু’দিনের মধ্যে বিস্তারিত জানতে পারব। তবে ও দলে এলে কাউকে না কাউকে জায়গা ছাড়তেই হবে। কী আর করা যাবে।”

Advertisement

গত বার ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতেছিল ভারত। দীর্ঘ দিন পর গাব্বার দুর্গ ভেঙেছিল কোনও দল। এ বার সেটা হবে কি না তা সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement