অর্শদীপ সিংহ। —ফাইল চিত্র
এশিয়া কাপ ফাইনালের আগে উত্তেজনা ক্রমশ বাড়ছে। একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, খেলা শুরুর ঠিক আগে অর্শদীপ সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত রবিবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচেই ভারতের জোরে বোলার অর্শদীপ ‘অশ্লীল’ আচরণ করেছে বলে অভিযোগ পাক বোর্ডের। ফাইনালের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
এর আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত না মেলানো ও ম্যাচের পর পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করায় সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মহসিন নকভিরা। সেই অভিযোগের শুনানির পর সূর্যের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়। সেই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোঝাই যাচ্ছে, শাস্তি ছোট, না বড়, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ নয়। বিসিসিআই-এর কাছে এটা মর্যাদার লড়াই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সেই মর্যাদার লড়াইয়ে এক চুলও জমি ছাড়তে নারাজ ভারতীয় বোর্ড। তাই সূর্যের ১০ শতাংশ জরিমানা হলেও বিসিসিআই তা মকুবের আর্জি জানাত।
গ্রুপ পর্বের ম্যাচের পর পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মন্তব্য করার জন্য সূর্যের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ করেছিল। তার পরিপ্রেক্ষিতে আইসিসি প্রথমে সূর্যকে সতর্ক করেছিল রাজনৈতিক মন্তব্য না করার জন্য। এর পর তাঁর ম্যাচ পারিশ্রমিকের ৩০ শতাংশ জরিমানা করা হয়। সবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পিটিআই জানিয়েছিল, সূর্যের পাশাপাশি শাস্তি হয়েছে পাকিস্তানের হ্যারিস রউফেরও। তাঁকেও ম্যাচ পারিশ্রমিকের ৩০ শতাংশ জরিমানা দিতে হবে। আগ্রাসী আচরণের জন্যই এই শাস্তি। পাকিস্তানের আর এক ক্রিকেটার সাহিবজ়াদা ফারহানকে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি।
সুপার ফোরের ম্যাচে ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে আইসিসি-র কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছিল ভারত। উল্টো দিকে, পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমারের ‘পহেলগাঁও’ মন্তব্যের জন্য। সেই উত্তাপ যে এখনও কমেনি তা পাকিস্তানের নতুন অভিযোগ থেকে স্পষ্ট।