ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন রোহিতদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর, বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী, মুখ্যমন্ত্রী মমতারও

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২৩:১০
Share:

দলকে জিতিয়ে উল্লাস রবীন্দ্র জাডেজার। ছবি: এএফপি।

অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রোহিত শর্মারা জেতার পরেই শুভেচ্ছাবার্তা পাঠালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেকের প্রশংসা করলেন তাঁরা। রোহিতেরা শুভেচ্ছাবার্তা পেলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামীদের কাছ থেকে।

Advertisement

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “একটা অসাধারণ খেলা। একটা অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে নিয়ে আসায় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। গোটা প্রতিযোগিতায় সকলে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এই সাফল্যের জন্য দলের প্রত্যেককে অনেক শুভেচ্ছা।”

পিছিয়ে থাকেননি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সমাজমাধ্যমে লেখেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলকে হৃদয় থেকে শুভেচ্ছা। ভারত একমাত্র দল যারা তিন বার এই প্রতিযোগিতা জিতল। এই ইতিহাস তৈরি করার জন্য দলের ক্রিকেটার, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। ভারতীয় দলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।”

Advertisement

রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও। তিনি লেখেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। টান টান ফাইনাল হল। আমাদের ছেলেরা কঠোর মানসিকতা ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। তার ফলেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি।”

ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লেখেন, “কী দুর্দান্ত জয়। ভারতীয় দলের কী দুর্দান্ত কৃতিত্ব। পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল তা জিতল ভারত। পাকিস্তানকে প্রথমেই ভারত প্রতিযোগিতা থেকে বার করে দিয়েছিল। পরে পাকিস্তানের বাইরের মাঠে চ্যাম্পিয়ন হল। দলকে শুভেচ্ছা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement