Bizzare Cricket Match Timing in Pakistan

খেলা শুরু রাত ৮টায়, শেষ রাত ৩টেয়, অদ্ভুত সময়ে ক্রিকেট ম্যাচ চলছে পাকিস্তানে!

পাকিস্তানে ক্রিকেট ম্যাচের সময় বদলে গিয়েছে। রাত ৮টায় শুরু হচ্ছে খেলা। শেষ হচ্ছে গভীর রাত ৩টেয়। একটি বিশেষ কারণে সময়ে বদল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলছে ফ্লাডলাইটে। ছবি: সমাজমাধ্যম।

দিনের ক্রিকেট, দিন-রাতের ক্রিকেটের পাশে এ বার রাতের ক্রিকেট। পাকিস্তানে ক্রিকেট ম্যাচের সময় বদলে গিয়েছে। রাত ৮টায় শুরু হচ্ছে খেলা। শেষ হচ্ছে গভীর রাত ৩টেয়। একটি বিশেষ কারণে সময়ে বদল হয়েছে।

Advertisement

এখন রমজান চলছে। এই সময় যাঁরা রোজা রাখেন তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না। ক্রিকেটারদের পক্ষে কিছু না খেয়ে খেলা কঠিন। সেই কারণেই পাকিস্তানে প্রেসিডেন্ট’স ট্রফির ফাইনালের সময় বদলানো হয়েছে। খেলার মাঝে যাতে ক্রিকেটারদের খাওয়াদাওয়ায় কোনও সমস্যা না হয় সে দিকে নজর রেখেছেন উদ্যোক্তারা।

রাওয়ালপিন্ডির মাঠে পুরো খেলা চলছে ফ্লাডলাইটে। রাত ৮টায় শুরু খেলা। ১০টা পর্যন্ত প্রথম সেশন। তার পর চা বিরতি। রাত ১০.২০ মিনিট থেকে ১২.২০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন। তার পর ৪০ মিনিটের নৈশভোজের বিরতি। রাত ১টা থেকে শুরু তৃতীয় সেশন। খেলা শেষ হচ্ছে গভীর রাত ৩টেয়।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৪ মার্চ থেকে শুরু হয়েছে ফাইনাল। খেলছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশন। দু’টি দলই গ্রুপ পর্বের আটটি ম্যাচে ১৪৯ পয়েন্ট পেয়েছে। আটটির মধ্যে পাঁচটি জিতেছে তারা। দু’টি হেরেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। ফ্লাডলাইটে ম্যাচ হওয়ায় গোলাপি বলে খেলা হচ্ছে। ৮ মার্চ পর্যন্ত চলবে খেলা। এই প্রথম বার পাকিস্তানে কোনও ম্যাচ পুরোটাই ফ্লাডলাইটে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement