Prithvi Shaw

কারও করুণা চান না! শতরান করার পর নিজের জোরে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চাইছেন ‘বিশৃঙ্খল’ পৃথ্বী

প্রতিভাবান ক্রিকেটার হয়েও বিশৃঙ্খলা এবং ফিটনেসের অভাবের কারণে ভারতীয় ক্রিকেটের মূলস্রোত থেকে দূরে সরে গিয়েছিলেন পৃথ্বী শ। আবার পুরনো জায়গায় ফিরতে চাইছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৩:৫৮
Share:

পৃথ্বী শ। — ফাইল চিত্র।

প্রতিভাবান ক্রিকেটার হয়েও বিশৃঙ্খলা এবং ফিটনেসের অভাবের কারণে ভারতীয় ক্রিকেটের মূলস্রোত থেকে দূরে সরে গিয়েছিলেন পৃথ্বী শ। আবার পুরনো জায়গায় ফিরতে চাইছেন তিনি। বুচি বাবু ট্রফিতে শতরান করে নজর কেড়েছেন। নতুন রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে আবির্ভাবেই চমকে দিয়েছেন। আবার জাতীয় দলে ফেরাই তাঁর লক্ষ্য।

Advertisement

শতরানের পর পৃথ্বী বলেছেন, “শূন্য থেকে আবার শুরু করতে আমার কোনও সমস্যা নেই। জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। কখনও উপরে উঠেছি, কখনও নীচে নেমেছি। তাই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছি নিজের এবং কাজের প্রতি। আশা করি এই মরসুমটা ভালই যাবে।”

মাঠের বাইরে পৃথ্বীর বিভিন্ন ঝামেলা এবং উশৃঙ্খল আচরণের নিদর্শন প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন। তবে কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে দাবি করেছেন পৃথ্বী। তাঁর কথায়, “আমি কারও করুণা চাই না। আগেও দেখেছি এই জিনিস। পরিবারের সমর্থন রয়েছে। যখন মানসিক অবস্থা ভাল ছিল না, বন্ধুবান্ধব পাশে ছিল। সকলেই নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাদেরও নিজেদের পরিবার আছে। তাই আমাকে সাহায্য করার কথা মনে পড়েনি। আমি চিন্তিত নই। একা একা লড়তে শিখে গিয়েছি।”

Advertisement

সমাজমাধ্যম থেকে দূরে থাকা এবং খাদ্যাভাসে বদল, এই দুইয়ের কারণেই নিজেকে বদলাতে পেরেছেন বলে জানিয়েছেন পৃথ্বী। তাঁর কথায়, “নিজের মতো থাকার চেষ্টা করেছি। সমাজমাধ্যমের জন্য মন যে ভাবে বিক্ষিপ্ত হয় সেটা আর চাইছি না। বেশ শান্তিতে আছি। গত দু’-তিন মাসে ট্রেনারের সঙ্গে অনেক পরিশ্রম করেছি। নিজস্ব পুষ্টিবিদ রেখেছি। উনিই আমার খাবারের পরিকল্পনা বানিয়ে দিচ্ছেন। এই তিন-চার মাসে অনেক বদলে গিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement