India Vs Australia Series 2025

সিরিজ় হারের আশঙ্কা! বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে বদলের ইঙ্গিত, বাদ পড়তে পারেন কে?

অ্যাডিলেডে হারলেই সিরিজ় হারবে ভারত। ফলে এই ম্যাচ জিততে মরিয়া গৌতম গম্ভীরেরা। বৃহস্পতিবারের ম্যাচে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৫:০৮
Share:

ভারত অধিনায়ক শুভমন গিল। —ফাইল চিত্র।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে হারতে হয়েছে। অধিনায়ক হিসাবে এক দিনের কেরিয়ারের শুরুটা ভাল হয়নি শুভমন গিলের। ২২৪ দিন পর ফিরে রান পাননি বিরাট কোহলি ও রোহিত শর্মাও। সব মিলিয়ে চাপে রয়েছে ভারত।

Advertisement

বৃহস্পতিবার তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ। অ্যাডিলেডে হারলে সিরিজ় হারবে ভারত। ফলে এই ম্যাচ জিততে মরিয়া গৌতম গম্ভীরের দল। পার্‌থের তুলনায় অ্যাডিলেডের পিচ ও পরিবেশ একটু আলাদা। তাই ভারতীয় দলে বদল দেখা যেতে পারে। তবে বেশি নয়। প্রথম একাদশে একটিই বদল করতে পারেন কোচ গম্ভীর। পেসার হর্ষিত রানার বদলে দলে ঢুকতে পারেন স্পিনার কুলদীপ যাদব।

ভারতের সম্ভাব্য একাদশ:

Advertisement

১) রোহিত শর্মা— পার্‌থে মাত্র ৮ রান করেছেন। এক দিনের কেরিয়ার আরও লম্বা করতে চাইলে অ্যাডিলেডে রান করতেই হবে রোহিতকে। এই সুযোগ কাজে লাগাতে চাইবেন তিনি।

২) শুভমন গিল— অধিনায়ক শুভমনও পার্‌থে রান পাননি। তিনিও চাইবেন ব্যাট হাতে ফর্মে ফিরতে। টপ অর্ডার রান না পেলে সমস্যায় পড়তে হবে ভারতকে। সেটাই মাথায় রয়েছে শুভমনের।

৩) বিরাট কোহলি— ২২৪ দিন পর ফিরে শূন্য রানে আউট হয়েছেন। রোহিতের মতো তাঁর কাছেও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। রান করতে চাইবেন কোহলি।

৪) শ্রেয়স আয়ার— মিডল অর্ডারে দলের বড় ভরসা শ্রেয়স। তাঁকেও রানে ফিরতে হবে। অ্যাডিলেডে সেই সুযোগ পাবেন তিনি।

৫) লোকেশ রাহুল— পার্‌থে একমাত্র রাহুলের ব্যাটেই রান এসেছে। সেই ফর্ম তিনি অ্যাডিলেডেও দেখাতে চান। ভারতকে বড় রান করতে হলে রাহুলকে ভাল খেলতে হবে।

৬) অক্ষর পটেল— আগের ম্যাচে ব্যাটে-বলে ভাল দেখিয়েছে অক্ষরকে। সেই কাজটা আরও এক ম্যাচে করে দেখাতে চান তিনি।

৭) নীতীশ রেড্ডি— আগের ম্যাচেই অভিষেক হয়েছে। খারাপ খেলেননি তিনি। ভারতের ব্যাটিং অর্ডারের ফিনিশারে ভূমিকা পালন করতে চান তিনি। পাশাপাশি বল হাতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

৮) ওয়াশিংটন সুন্দর— আগের ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। অ্যাডিলেডে ভাল খেলতে মুখিয়ে থাকবেন এই স্পিনার-অলরাউন্ডার।

৯) কুলদীপ যাদব— আগের ম্যাচে খেলেননি কুলদীপ। তিন বিশেষজ্ঞ পেসার খেলিয়েছিল ভারত। কিন্তু অ্যাডিলেডের পিচে স্পিনারেরা সাহায্য পান। বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপের সামনে সমস্যায় পড়তে পারে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ মিডল অর্ডার। তাই হর্ষিত রানাকে বসিয়ে অ্যাডিলেডে কুলদীপকে খেলানোর সম্ভাবনা বেশি। তৃতীয় পেসারের দায়িত্ব সামলাবেন নীতীশ।

১০) অর্শদীপ সিংহ— আগের ম্যাচে খারাপ বল করেননি। অ্যাডিলেডেও নতুন বল থাকবে তাঁরই হাতে।

১১) মহম্মদ সিরাজ— ভারতের এক দিনের দলে ফিরেছেন। পার্‌থে ভাল বল করেছেন। অ্যাডিলেডে অর্শদীপের সঙ্গে নতুন বল সামলাবেন সিরাজ। নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement