শুভমন গিল। —ফাইল চিত্র।
ইংল্যান্ড সফরের দল ঘোষণা করেছে ভারত। প্রাথমিক দলে রাখা হয়েছে ১৮ জনকে। তাঁদের মধ্যে ছ’জন বিশেষজ্ঞ ব্যাটার, দু’জন উইকেটরক্ষক, দু’জন পেসার অলরাউন্ডার, দু’জন স্পিনার অলরাউন্ডার, এক জন বিশেষজ্ঞ স্পিনার ও পাঁচ জন বিশেষজ্ঞ পেসার। এই ১৮ জনের মধ্যে প্রথম টেস্টে প্রথম একাদশে কোন ১১ জন খেলবেন তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।
ভারতের সম্ভাব্য একাদশ:
ভারতের গত দু’টি টেস্ট সিরিজ়ে ব্যাটিং আক্রমণ দলকে ডুবিয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোর ঝুঁকি গৌতম গম্ভীরেরা নেবেন না। এক জন অতিরিক্ত ব্যাটারকে খেলাবেন তাঁরা। পাশাপাশি ইংল্যান্ডের উইকেট ও পরিবেশ পেসারদের সাহায্য করে। ফলে বোলিং আক্রমণে পেসারদের আধিক্য থাকবে।
১) যশস্বী জয়সওয়াল— ভারতের পরীক্ষিত ওপেনার। অস্ট্রেলিয়া সফরে শতরান করেছিলেন। আইপিএলেও রানের মধ্যে রয়েছেন যশস্বী। প্রথম বার ইংল্যান্ড সফরে যাচ্ছেন তিনি। সেখানে দলকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
২) লোকেশ রাহুল— রোহিত শর্মা অবসর নেওয়ায় ভারতের ওপেনিং জুটিতে বদল হবে। ওপেনার হিসাবে অভিমন্যু ঈশ্বরণ থাকলেও তাঁর অভিজ্ঞতা নেই। তুলনায় রাহুলের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে ওপেন করার। তিনি থাকলে যশস্বীরও সুবিধা হবে। ফলে ওপেনার হিসাবে রাহুলকে দেখা যাবে।
৩) শুভমন গিল— দলের নতুন টেস্ট অধিনায়ক। ভারতীয় দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করেছেন তিনি। ইংল্যান্ড সফরেও তিন নম্বরেই খেলতে দেখা যাবে শুভমনকে।
৪) করুণ নায়ার— নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, বিরাট কোহলি অবসর নেওয়ায় করুণকে দলে নেওয়া হয়েছে। নেপথ্য কারণ অবশ্যই করুণের অভিজ্ঞতা। টেস্টে ত্রিশতরান রয়েছে তাঁর। চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করেছেন। কাউন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই চার নম্বরে তাঁকেই দেখা যাবে।
৫) সাই সুদর্শন— ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও খেলতে পারেন সুদর্শন। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সেই ছন্দ কাজে লাগাতে পারে ভারতীয় বোর্ড। পেস বলের বিরুদ্ধে সাবলীল ভাবে ব্যাট করতে পারেন সুদর্শন। সেই কারণে ইংল্যান্ডে ভারতের মিডল অর্ডারে দেখা যেতে পারে তাঁকে।
৬) ঋষভ পন্থ— টেস্টে ভারতের নতুন সহ-অধিনায়ক। ২০২০ সালের পর থেকে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে তাঁর রান সবচেয়ে বেশি। ইংল্যান্ডে বড় ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে। একার কাঁধে খেলার ছবি বদলে দিতে পারেন তিনি। পন্থের কাছে সেটাই চাইবে ভারত।
৭) রবীন্দ্র জাডেজা— ইংল্যান্ড সফরে স্পিনার হিসাবে একমাত্র জাডেজাকে খেলাতে পারে ভারত। কারণ, বাকি সব স্পিনারের থেকে তাঁর অভিজ্ঞতা বেশি। ইংল্যান্ডে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ব্যাটের হাতও ভাল। পাশাপাশি ফিল্ডার জাডেজাও দলের গুরুত্বপূর্ণ সম্পদ।
৮) নীতীশ রেড্ডি— গত অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছেন। শতরান করেছেন। পাশাপাশি উইকেটও নিয়েছেন। তাঁর পেস বোলিং ইংল্যান্ডের আবহাওয়ায় কাজে লাগতে পারে। নীতীশ খেললেন আট নম্বর পর্যন্ত ব্যাটার থাকবে ভারতের।
৯) জসপ্রীত বুমরাহ— ভারতের পেস বোলিং আক্রমণের নেতা বুমরাহ। মহম্মদ শামি ইংল্যান্ড সফরে সুযোগ না পাওয়ায় বাড়তি দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। ইংল্যান্ডের পরিবেশে বুমরাহ ভারতের সবচেয়ে বড় সম্পদ। তবে বুমরাহ সব টেস্টে খেলবেন না। তিনি যে টেস্টে বিশ্রাম নেবেন সেখানে মহম্মদ সিরাজ প্রথম একাদশে ঢুকতে পারেন।
১০) প্রসিদ্ধ কৃষ্ণ— ছন্দে রয়েছেন এই পেসার। আইপিএলে এখন বেগনি টুপির মালিক তিনি। দীর্ঘদেহী পেসারের গতি রয়েছে। পাশাপাশি বাউন্সও ভাল করেন। ইংল্যান্ডের উইকেটে তাঁর বোলিং কাজে লাগবে ভারতের। আকাশ দীপ ১৮ জনের দলে থাকলেও তাঁকে টপকে প্রসিদ্ধের খেলার সম্ভাবনা বেশি।
১১) অর্শদীপ সিংহ— ইংল্যান্ড সফরে ভারতের তুরুপের তাস হতে পারেন অর্শদীপ। দলের একমাত্র বাঁহাতি পেসার। নতুন বলে সুইং ভাল করাতে পারেন তিনি। পাশাপাশি বলে বৈচিত্র রয়েছে। তিনি খেললে ইংল্যান্ডের ব্যাটারদের সমস্যা হতে পারে।