মঙ্গলবার কেকেআর নামছে প্রতিযোগিতার অন্যতম ছন্দে থাকা দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। —ফাইল চিত্র।
পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় মাত্র এক পয়েন্ট এসেছে কেকেআরের ঘরে। তবে খেলা হলেও কেকেআর যে ম্যাচ জিততই তা নিশ্চিত ভাবে বলা যায় না। পড়ে পাওয়া সেই এক পয়েন্ট নিয়েই দিল্লি গিয়েছে কেকেআর। মঙ্গলবার তারা নামছে প্রতিযোগিতার অন্যতম ছন্দে থাকা দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
অক্ষর পটেলের অধীনে দিল্লি ভাল ফর্মে রয়েছে। মহানিলামে নিখুঁত ক্রিকেটার কেনার সুফল পাচ্ছে তারা। প্রায় সব জায়গাতেই ভাল মানের একাধিক ক্রিকেটার রয়েছে দিল্লির। তাঁরা ফর্মেও রয়েছেন। ফলে রাজধানীতে লড়াই মোটেই সহজ হবে না কেকেআরের কাছে। এ বার তাঁরা প্রতি ম্যাচেই যা দল নামাচ্ছে, তাতে খেলা শুরুর আগেই জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার কোন চমক দেয় কেকেআর, সে দিকে নজর থাকবে। কেমন হবে দু’দলের প্রথম একাদশ?
পঞ্জাব ম্যাচ বাদ দিলে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ় মাত্র একটি ম্যাচেই খেলেছেন। নিজেকে প্রমাণ করতে পারেননি। দিল্লির বিরুদ্ধে সম্ভবত তাঁকেই খেলানো হবে। কেকেআর সাহসী হয়ে উঠে গুরবাজ়কে বসিয়ে বেঙ্কটেশ আয়ারকে ওপেনিংয়ে খেলাতে পারে, বলেছিলেন অনিল কুম্বলে। তবে তা হওয়ার সম্ভাবনা কম। ওপেনিংয়ে গুরবাজ়ের সঙ্গী হবেন সুনীল নারাইন।
তিনে নামবেন অঙ্গকৃশ রঘুবংশী। তাঁর ব্যাটিং অর্ডার অবশ্য কবে বদলে যাবে তা কেউ জানেন না। চারে অজিঙ্ক রাহানে নামবেন। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকলেও রাহানের ব্যাট থেকে ধারাবাহিক ভাবে রান আসছে। পাঁচে বেঙ্কটেশ আয়ার নামবেন। ছয়ে রিঙ্কু সিংহ, সাতে আন্দ্রে রাসেল নামবেন। রভমান পাওয়েল আগের ম্যাচে খেললেও দিল্লি ম্যাচে অনরিখ নোখিয়াকে ফেরাতে পারে কেকেআর। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে রমনদীপ সিংহকে ফেরানো হতে পারে।
পেস বিভাগে নোখিয়ার সঙ্গে থাকবেন হর্ষিত রানা এবং বৈভব অরোরা। স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী থাকবেন।
দিল্লি দলে এমন দুই ক্রিকেটার রয়েছেন যাঁরা ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন। তাঁদের এক জন বাঙালি অভিষেক পোড়েল ওপেন করবেন ফাফ ডুপ্লেসির সঙ্গে। জেক ফ্রেজ়ার ম্যাকগার্ককে সরিয়ে পোড়েল এখন ওপেনারের জায়গা পাকা করে নিয়েছেন। দিল্লির হয়ে তিনে নামবেন করুণ নায়ার, চারে কেএল রাহুল এবং পাঁচে অক্ষর পটেল। এর পরে ট্রিস্টান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার রয়েছেন। ব্যাটিংয়ের সময় মুকেশের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন আশুতোষ শর্মা।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: রহমানুল্লাহ গুরবাজ়, সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী, অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, অনরিখ নোখিয়া, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার: বরুণ চক্রবর্তী।
দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর পটেল, ট্রিস্টান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার। ইমপ্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা।