India Vs Australia Series 2025

জয়ী দলে বদল করবে ভারত! বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে সূর্যকুমারদের সম্ভাব্য একাদশে কারা?

তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। বৃহস্পতিবার গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে কি ভারতীয় দলে বদল হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৫
Share:

অনুশীলনের মাঝে সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও জসপ্রীত বুমরাহ। ছবি: এক্স।

টি-টোয়েন্টি সিরিজ় এখন ১-১ রয়েছে। হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। বৃহস্পতিবার গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচ। সেই দলে কি বদল হবে? সাধারণত কোনও দল জয়ী একাদশে বদল করতে চায় না। তবে গৌতম গম্ভীর আলাদা। তিনি যে কাকে খেলাবেন, আর কাকে বসিয়ে রাখবেন, তার ইঙ্গিত আগে থেকে পাওয়া কঠিন। তবে যা জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় দলে বদল হবে না। আগের ম্যাচের দলই খেলাতে পারে ভারত।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

১) অভিষেক শর্মা— তৃতীয় ম্যাচে শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। তবে এই মুহূর্তে ভারতীয় দলে তাঁর জায়গা পাকা। বৃহস্পতিবারও তিনিই ওপেন করবেন।

Advertisement

২) শুভমন গিল— প্রথম তিনটি ম্যাচে রান পাননি শুভমন। তবে দলের সহ-অধিনায়ক তিনি। গম্ভীরের পছন্দের ক্রিকেটার। ফলে গোল্ড কোস্টে তাঁরও খেলা পাকা।

৩) তিলক বর্মা— ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পাকা করেছেন তিলক। বৃহস্পতিবারও তিনিই ভারতের মিডল অর্ডারে খেলবেন।

৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। তবে তাঁর ফর্ম চিন্তায় রাখবে ভারতকে। গোল্ড কোস্টে ফর্মে ফেরার চেষ্টা করবেন সূর্য।

৫) জিতেশ শর্মা— সঞ্জু স্যামসনের বদলে তৃতীয় টি২০ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। রানও করেছেন। ফলে বৃহস্পতিবারও তাঁর খেলার সম্ভাবনা বেশি।

৬) শিবম দুবে— চলতি সিরিজ়ে রান পাননি। বৃহস্পতিবার ব্যাটে-বলে ভাল খেলার লক্ষ্য নিয়ে নামবেন শিবম।

৭) অক্ষর পটেল— দলের গুরুত্বপূর্ণ সদস্য। স্পিন বলের পাশাপাশি মিডল অর্ডারে দলের রানকে টানার দায়িত্ব থাকবে তাঁর।

৮) ওয়াশিংটন সুন্দর— তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। গোল্ড কোস্টেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।

৯) জসপ্রীত বুমরাহ— ভারতের পেস আক্রমণের নেতা। বৃহস্পতিবারও নতুন বলে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে থাকবে।

১০) অর্শদীপ সিংহ— তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ম্যাচের সেরা হয়েছেন। নতুন ও পুরনো বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। গোল্ড কোস্টে সেটাই করতে চাইবেন অর্শদীপ।

১১) বরুণ চক্রবর্তী— উইকেটের মধ্যে রয়েছেন। কুলদীপ যাদব না থাকায় মাঝের ওভারের অস্ট্রেলিয়াকে ধাক্কা দেওয়ার দায়িত্ব থাকবে এই রহস্য স্পিনারের কাঁধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement