লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
আইপিএলের আগামী মরসুমের আগে হবে ছোট নিলাম। তার আগে ১৫ নভেম্বর ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। সে দিনই জানিয়ে দিতে হবে কোন দল কাদের ধরে রাখল। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আইপিএলের ছোট নিলামের আগে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে দলগুলি। কারও নজর অন্য দলের ক্রিকেটারের দিকে। কেউ আবার হাতে টাকা রাখার দিকে নজর দিচ্ছে।
আগামী মরসুমের আগে লোকেশ রাহুলকে দলে নিতে চাইছে কেকেআর। গত বার অজিঙ্ক রাহানের নেতৃত্বে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল কলকাতা। তাই এ বার নেতৃত্বে বদল করতে পারে তারা। রাহুল থাকলে অধিনায়ক ও উইকেটরক্ষক, দু’টি সমস্যাই মিটবে। জানা গিয়েছে, রাহুলের সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করেছেন কেকেআরের কর্তারা। কিন্তু তার পরেও সমস্যায় কেকেআর।
জানা গিয়েছে, রাহুলকে ছাড়তে শর্ত চাপিয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনটি প্রস্তাব তারা কলকাতাকে দিয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, রাহুলের বদলে কেকেআর থেকে সুনীল নারাইনকে দিল্লি পাঠাতে হবে। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, রাহুলের বদলে রিঙ্কু সিংহ ও অঙ্গকৃশ রঘুবংশীকে ছাড়তে হবে। দিল্লির তৃতীয় প্রস্তাব, রাহুলের বদলে হর্ষিত রানা ও রঘুবংশীকে ছাড়তে হবে। জানা গিয়েছে, তিনটি প্রস্তাবেই রাজি হয়নি কেকেআর। তারা ক্রিকেটারের বদলে নয়, অর্থের বদলে রাহুলকে নিতে চাইছে। কিন্তু দিল্লির দাবি, রাহুলকে নিতে হলে তাঁর সমমানের কাউকে দিল্লিতে পাঠাতে হবে। ফলে রাহুলকে নেওয়ার বিষয়ে এখনও ধোঁয়াশায় কেকেআর।
তার মাঝেই জানা গিয়েছে, সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন দিল্লিতে। তার বদলে ট্রিস্টান স্টাবসকে রাজস্থান রয়্যালসে পাঠানো হবে। যদি রাহুল দিল্লিতেই থেকে যান ও সঞ্জু যোগ দেন, তা হলে দিল্লির টপ অর্ডারে দু’জন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার থাকবেন।
জল্পনা শুরু হয়েছে, হেনরিখ ক্লাসেনকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। গত বার ক্লাসেনকে ধরে রাখতে ২৩ কোটি টাকা খরচ করেছিল হায়দরাবাদ। তিনিই দলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন। গত বার হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ক্লাসেন। ১৩ ইনিংসে ১৭২ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করেছিলেন তিনি। আইপিএলের গত তিন মরসুমেই ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-র বেশি রান তাঁর। সেই ক্রিকেটারকেই ছাড়তে চাইছে হায়দরাবাদ।
জানা গিয়েছে, ক্লাসেনকে ছাড়লে অনেক বেশি টাকা নিয়ে আইপিএলে যেতে পারবে হায়দরাবাদ। ফলে দলের মিডল অর্ডার ও বোলিংয়ে ফাঁক ভরাট করা যাবে। পাশাপাশি নিলাম থেকে কম দামে আবার ক্লাসেনকে কিনতে পারে তারা। তা হলে ক্লাসেনকে দলেই ধরে রাখা যাবে। পাশাপাশি টাকাও কম লাগবে। তবে ক্লাসেন নিলামে নামলে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হবে।
গত আইপিএলের পর লখনউ সুপার জায়ান্টসের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট পদ ছেড়েছেন জাহির খান। সেই জায়গায় নেওয়া হয়েছে টম মুডিকে। আইপিএলের দল ছাড়াও সঞ্জীব গোয়েন্কার আরও দুই দলের (দক্ষিণ আফ্রিকা লিগে ডারবান সুপার জায়ান্টস ও হান্ড্রেড লিগে ম্যাঞ্চেস্টারের দল) ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন তিনি। গোয়েন্কার দলে তিনি কাজ করবেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও পরামর্শদাতা কেন উইলিয়ামসনের সঙ্গে।
২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন মুডি। ২০১৬ সালে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। ২০২১ সালে আবার হায়দরাবাদে ফেরেন তিনি। ২০২২ সালের আইপিএলের পর দায়িত্ব ছেড়ে দেন। সেই মুডি আবার ফিরছেন আইপিএলে।