Yuzvendra Chahal

পরস্পরের জন্য পোস্ট, চহল এবং মহওয়াশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

এ বার মহওয়াশের জন্য পোস্ট করলেন চহল। শুভেচ্ছা জানালেন তাঁর কাজের জন্য। সমাজমাধ্যমে একে অপরের জন্য পোস্ট করছেন তাঁরা। সেই সঙ্গে বাড়ছে তাঁদের প্রেম নিয়ে চর্চা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২১:০২
Share:

আরজে মহওয়াশের সঙ্গে যুজবেন্দ্র চহল। —ফাইল চিত্র।

যুজবেন্দ্র চহলের জন্য কিছু দিন আগে পোস্ট করেছিলেন আরজে মহওয়াশ। এ বার তাঁর জন্য পোস্ট করলেন চহল। শুভেচ্ছা জানালেন তাঁর কাজের জন্য। সমাজমাধ্যমে একে অপরের জন্য পোস্ট করছেন তাঁরা। সেই সঙ্গে বাড়ছে তাঁদের প্রেম নিয়ে চর্চা।

Advertisement

ইনস্টাগ্রামে চহল একটি স্টোরি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে মহওয়াশ একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। সেই পোস্টার পোস্ট করে চহল শুভেচ্ছা জানিয়েছেন মহওয়াশকে। লিখেছেন, “শুভেচ্ছা, তোমার জন্য গর্বিত মহওয়াশ।”

৩০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন চহল। তার পর চহলের জন্য পোস্ট করেছিলেন মহওয়াশ। তিনি লিখেছিলেন, “দারুণ ফর্মে আছ? যুজবেন্দ্র চহল তোমার যোদ্ধার শক্তি।”

Advertisement

প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে মহওয়াশের সঙ্গে প্রেমের জল্পনা শুরু হয়েছে চহলের। আইপিএলের মাঝে সেই জল্পনা আরও বেড়েছে। তাঁরা দু’জনেই অবশ্য স্বীকার করেননি যে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। কিন্তু খুব একটা রাখঢাকও রাখতে দেখা যাচ্ছে না তাঁদের। পঞ্জাব কিংসের টিমবাসে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে একসঙ্গে বার হতে দেখা গিয়েছিল চহল ও মহওয়াশকে। সেখানে বাকি ক্রিকেটারেরা তাঁদের স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে ছিলেন। হাসিমুখে গল্প করতে করতে পঞ্জাব কিংসের টিমবাসের দিকে এগোন তাঁরা। টিমবাসে উঠে পড়েন মহওয়াশ। নিজের ব্যাগপত্র বাসের নির্দিষ্ট জায়গায় রেখে চহলও বাসে ওঠেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement