ICC ODI World Cup 2023

কী ভাবে ‘রাচিন’ নাম? সচিন, দ্রাবিড়ের প্রভাব সত্যিই আছে? না, আসল ঘটনা জানালেন কিউয়ি ব্যাটারের বাবা

রাহুলের ‘রা’ এবং সচিনের ‘চিন’ জুড়েই নাকি রাচিন। এ বারের বিশ্বকাপের চমক কিউয়ি অলরাউন্ডারের নাম নাকি এ ভাবেই রাখা হয়েছিল। যদিও তাঁর নামকরণের অন্য কাহিনি শুনিয়েছেন তাঁর বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ২২:১৪
Share:

রাচিন রবীন্দ্র। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর নামকরণ নিয়ে নতুন তথ্য সামনে উঠে এল। নতুন তথ্য জানালেন তাঁর বাবা রবি কৃষ্ণমূর্তি। তাঁর দাবি, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে ছেলের নামকরণ করেননি।

Advertisement

রাহুলের ‘রা’ এবং সচিনের ‘চিন’ জুড়েই নাকি রাচিন। এ বারের বিশ্বকাপের চমক কিউয়ি অলরাউন্ডারের নাম নাকি এ ভাবেই রাখা হয়েছিল। রাচিনকে নিয়ে প্রচার শুরু হওয়ার পর এই তত্ত্বই উঠে এসেছে। কিন্তু তাঁর বাবা জানিয়েছেন, এ তত্ত্ব সম্পূর্ণ তৈরি করা গল্প। রবি বলেছেন, ‘‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী এই নামটা প্রস্তাব করেছিলেন। আমরা ছেলের নাম নিয়ে খুব বেশি আলোচনা করিনি। আমার নামটা শুনতে বেশ ভালই লেগেছিল। ছোট এবং উচ্চারণ করা সহজ। তাই আমরা রাচিন নামটাই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েক বছর পর আমরা বুঝতে পেরেছিলাম সচিন এবং দ্রাবিড়ের নামের কয়েকটা অক্ষর আমাদের ছেলের নামে রয়েছে এবং সে অক্ষরগুলো দিয়েই নামটা হয়েছে। আমরা ইচ্ছাকৃত ভাবে দুই ক্রিকেটারের সঙ্গে মিলিয়ে নাম ঠিক করিনি। এটা কাকতালীয়।’’

আদতে বেঙ্গালুরুর বাসিন্দা রাচিনের নামের সচিন-দ্রাবিড় তত্ত্ব ক্রিকেটপ্রেমীদের বেশ পছন্দ হয়েছে। তা নিয়ে যথেষ্ট আলোচনাও চলছে। তাই রাচিনের বাবার দেওয়া আসল তথ্য ক্রিকেটপ্রেমীদের কতটা প্রভাবিত করবে, তা নিয়ে সংশয় থাকছেই। নামকরণ যে ভাবেই হয়ে থাক, ক্রিকেট বিশ্বে রাচিন এখন পরিচিত নাম। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সে। লিগ পর্বে তিনটি শতরান-সহ ৫৬৫ রান এসেছে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। আগামী বুধবার মুম্বইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় দলের অন্যতম চিন্তা তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন