Australia A vs India A

এক বল বাকি থাকতে জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দিনের সিরিজ়‌ ভারত ‘এ’ দলের, ব্যাটে-বলে নায়ক রাধা

ব্যাটিং এবং বোলিং— দুই বিভাগেই ভাল খেলে অস্ট্রেলিয়া ‘এ’-কে দ্বিতীয় এক দিনের ম্যাচেও হারিয়ে দিল ভারত ‘এ’। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে ২ উইকেটে জিতেছে ভারত। নজর কেড়েছেন অধিনায়ক রাধা যাদব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৮:৩৯
Share:

রাধা যাদব। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি সিরিজ় হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে নিলেন ভারত এ দলের মহিলারা। ব্যাটিং এবং বোলিং— দুই বিভাগেই ভাল খেলে অস্ট্রেলিয়া ‘এ’-কে দ্বিতীয় এক দিনের ম্যাচেও হারিয়ে দিল ভারত ‘এ’। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে ২ উইকেটে জিতেছে ভারত। নজর কেড়েছেন অধিনায়ক রাধা যাদব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভাল করেছেন তিনি। এখনও সিরি‌জ়ের একটা ম্যাচ বাকি।

Advertisement

টি-টোয়েন্টি সিরিজ়‌ের তিনটে ম্যাচেই হেরেছিল ভারত। এক দিনের সিরিজ়ে বদলা নিল তারা। ২৬৬ রান তাড়া করতে নেমে শুরুতেই শেফালি বর্মা এবং ধারা গুজ্জরকে হারিয়েছিল ভারত। ২০ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল। ভাল খেলতে পারেননি তেজল হাসবনিশ (১৯), রাঘবি বিস্ত (১৪)।

সেখান থেকে খেলা ধরেন যস্তিকা ভাটিয়া। ৭১ বলে ৬৬ রান করেন তিনি। সঙ্গে পান রাধাকে। দু’জনে মিলে ৬৮ রানের জুটি গড়েন। রাধা ৭৮ বলে ৬০ রান করেন। ভারত জিততে পারত না যদি না শেষের দিকে অর্ধশতরান করতেন তনুজা কঁওয়ার। পরের দিকে ভারতকে জিতিয়ে দেন প্রেমা রাওয়াত (অপরাজিত ৩২)। শেষ ওভারে পাঁচ রান দরকার ছিল। বাউন্ডারি মেরে স্কোর সমান করেন প্রেমা। সিঙ্গলস নিয়ে দলকে জেতান।

Advertisement

আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে হারায় তাহলিয়া উইলসনকে (৮)। তবে এক দিক ধরে রেখেছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি (৯১)। আটটা চার এবং তিনটে ছয় মারেন তিনি। পরের দিকে অপরাজিত ৪১ রান করেন কিম গার্থ। অস্ট্রেলিয়া তোলে ২৬৫/৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement