India vs Australia 2025

শনিবার ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ কতটা বিঘ্নিত হতে পারে?

০-১ ব্যবধানে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। শনিবার সূর্যকুমার যাদবদের লক্ষ্য থাকবে ব্যবধান ৩-১ করার। ম্যাচ হারলে সিরিজ় ড্র হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৭:০৫
Share:

শনিবার বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি সিরিজ়ের পঞ্চম ম্যাচে শনিবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা সূর্যকুমার যাদবেরা আত্মবিশ্বাসী। তবে ভারতের ৩-১ ব্যবধানে সিরিজ় জয়ের পথে বাধা হতে পারে আবহাওয়া।

Advertisement

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না বলে আশ্বাস দিয়েছেন আবহবিদেরা। পূর্বাভাস অনুযায়ী, ব্রিসবেনে বিকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দীর্ঘ সময় বৃষ্টি হবে না। শনিবার ব্রিসবেনে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬০ শতাংশ। বৃষ্টির জন্য টসের সময় কিছুটা পিছোতে পারে। খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন না আবহবিদেরা।

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় পান মিচেল মার্শেরা। এর পর টানা দু’টি ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছেন সূর্যেরা। শনিবার ভারতীয় শিবিরের লক্ষ্য থাকবে ব্যবধান বাড়িয়ে সিরিজ় জয়। কারণ, হেরে গেলে সিরিজ় ড্র হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement