IPL 2025

টানা চার ম্যাচ হার রাজস্থানের, উদ্বেগ বাড়ছে সঞ্জুকে নিয়েও, কবে মাঠে ফিরবেন অধিনায়ক?

আইপিএলে শেষ চারটি ম্যাচেই হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। তার উপর চোট পেয়েছেন দলের সফলতম ক্রিকেটার সঞ্জু স্যামসনও। রাজস্থানের অধিনায়ককে কবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৪:০৩
Share:

সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

আইপিএলে শেষ চারটি ম্যাচেই হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। তার উপর চোট পেয়েছেন দলের অন্যতম ক্রিকেটার সঞ্জু স্যামসনও। রাজস্থানের অধিনায়ককে কবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে জল্পনা চলছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামার আগে উত্তর দিয়েছেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement

বেঙ্গালুরু ম্যাচে খেলতে পারবেন না সঞ্জু। তাঁকে বেঙ্গালুরুতে আনাও হয়নি। জয়পুরেই নিজের চোটের শুশ্রূষা করছেন। প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটার হিসাবে খেলেছিলেন। দিল্লি ম্যাচে কুঁচকিতে চোট পান।

দ্রাবিড় বলেছেন, “ঠিক কবে সঞ্জু ফিরতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ওকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যেটা দরকার সেটাই করছি। পর পর ম্যাচ রয়েছে এখন। তবে ৪ মে-র পর একটা বিরতি পাব। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এই ম্যাচের জন্য ও ফিট হতে পারেনি। তাই ওকে বেঙ্গালুরুতে আনা হয়নি।”

Advertisement

সাতটি ম্যাচ খেলে ২২৪ রান করেছেন সঞ্জু। ওপেনিংয়ে তাঁর অভাব বোঝা যাচ্ছে। আগের ম্যাচে বৈভব সূর্যবংশী খেললেও, সে রোজ ভাল খেলবে এমন নিশ্চয়তা নেই।

দ্রাবিড় বলেছেন, “বেঙ্গালুরু ম্যাচে খেলার জন্য আমাদের চিকিৎসক ওকে ছাড়পত্র দেয়নি। তাই অকারণে ওকে দু’বার বিমানযাত্রা করাতে চাইনি। তাতে আরও চাপ বাড়ত। আমরা ফিজ়‌িয়োকে জয়পুরে রেখে এসেছি। তিনি ওকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার চেষ্টা করছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement