ইডেন গার্ডেন্স। — ফাইল চিত্র।
আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা হওয়ার পরেই ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় অহমদাবাদে। বোর্ড বৃষ্টির যুক্তি দিলেও এ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেছিলেন, রাজনৈতিক কারণেই ম্যাচ সরানো হয়েছে। সেই দাবির সঙ্গে একমত নন রাজীব শুক্ল। আইপিএলের চেয়ারম্যানের দাবি, আবহাওয়ার কথা মাথায় রেখেই ম্যাচ সরানো হয়েছে।
এ দিন সংবাদ সংস্থাকে রাজীব বলেছেন, “আইপিএলের মাঠ বদলানোর পিছনে কোনও রাজনীতি নেই। আইপিএল এক সপ্তাহ বন্ধ না থাকলে প্রথম সূচি অনুযায়ীই ম্যাচ হত। তখন ফাইনাল কলকাতায় এবং বাকি দুটো প্লে-অফ হায়দরাবাদে হত। সূচি বদলে যাওয়ার পর আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা হয়েছে। সম্প্রচারকারী চ্যানেলও চাইছিল মাঠ বদলাতে।”
রাজীব এমন যুক্তি দিলেও রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন অহমদাবাদে বৃষ্টি হওয়ার কারণে ১৩৫ মিনিট পর খেলা শুরু হয়। একই দিনে কলকাতায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সিএবি প্রথম ডিভিশন লিগের ম্যাচ হয়েছে ইডেনে।
আইপিএলের চেয়ারম্যান অবশ্য থামেননি। তিনি বলেছেন, “সব মাঠ নিয়েই ভাবা হয়েছে। দিল্লি, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা এবং অহমদাবাদ নিয়েও ভাবা হয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, নিউ চণ্ডীগড় এবং অহমদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম ছিল। হায়দরাবাদ থেকেও ম্যাচ সরানো হয়েছে। ওরা কিছু বলেনি। এর মধ্যে কোনও রাজনীতি নেই। জল্পনায় কান দেবেন না।”