ICC Women's World Cup

মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষিত, ম্যাচ পেল না ইডেন, পাকিস্তান খেলবে কোথায়?

এ বছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়ে গেল সোমবার। বেঙ্গালুরু, গুয়াহাটি, ইনদওর, বিশাখাপত্তনমের পাশাপাশি ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২১:৪৩
Share:

মহিলাদের এক দিনের বিশ্বকাপের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

এ বছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়ে গেল সোমবার। বেঙ্গালুরু, গুয়াহাটি, ইনদওর, বিশাখাপত্তনমের পাশাপাশি ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতেও। পাকিস্তান সব ম্যাচই খেলবে কলম্বোয়। তারা ভারতে খেলতে আসবে না।

Advertisement

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মহিলাদের বিশ্বকাপ। ভারত প্রথম ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বরই। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। প্রতিপক্ষের নাম ঘোষণা হয়নি। প্রথম সেমিফাইনাল হবে গুয়াহাটি বা কলম্বোয়। পাকিস্তান উঠলে তারা প্রথম সেমিফাইনালই খেলবে এবং সেটি হবে কলম্বোয়। তারা যদি ফাইনালে ওঠে, তা হলে কলম্বোয় ম্যাচ হবে। না হলে ফাইনাল হবে বেঙ্গালুরুতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে।

গত বারের এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কোনও বারই সে দেশে খেলতে যায়নি ভারত। এশিয়া কাপের ম্যাচগুলি কলম্বোয় খেলেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, আইসিসি প্রতিযোগিতায় ভারত বা পাকিস্তানের মধ্যে কোনও দেশ আয়োজক হলে, অপর দেশটি নিরপেক্ষ মাঠে খেলবে। সে জন্যই পাকিস্তানের মহিলা দলের ম্যাচ রাখা হয়েছে কলম্বোয়।

Advertisement

পহেলগাঁও হামলার পরে ভারতীয় বোর্ড আইসিসি-কে অনুরোধ করেছিল যাতে আগামী প্রতিযোগিতায় ভারত, পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়। এখন দেখার, আইসিসি সেই আবেদন মানে কি না।

এ দিন আইসিসি জানিয়েছে, পরের বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। প্রথম ম্যাচ বার্মিংহ্যামে। দু’টি সেমিফাইনাল হবে লন্ডনের দ্য ওভালে। ফাইনাল লর্ডসে। এ ছাড়া বাকি ম্যাচগুলি হবে ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলে, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টল কাউন্টিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement