Ravi Shastri

Ravi Shastri: বিশ্বকাপের আগে কোন দুই ভারতীয় ক্রিকেটারকে যথেষ্ট বিশ্রাম দেওয়ার পরামর্শ শাস্ত্রীর

হার্দিক ও বুমরাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ অবস্থায় চাইছেন শাস্ত্রী। তাঁদের উপর বেশি ম্যাচ খেলার ধকল দেওয়া উচিত নয় বলে মত তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১১:৪৭
Share:

রবি শাস্ত্রী। ফাইল চিত্র

২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে হারতে হয়েছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত শর্মারা। তবে তার আগে দু’জন ক্রিকেটারকে নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টকে সতর্ক থাকতে বললেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের দাবি, এই দুই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ফিট অবস্থায় দরকার। তাই তাঁদের উপর বেশি ম্যাচ খেলার ধকল দেওয়া উচিত নয়।

Advertisement

কোন দুই ক্রিকেটারের কথা বলেছেন শাস্ত্রী? এক জন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। অন্য জন জোরে বোলার যশপ্রীত বুমরা। এই দুই ক্রিকেটার যেন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ১০০ শতাংশ সুস্থ অবস্থায় নামতে পারেন তার জন্য তাঁদের বেছে বেছে খেলানো উচিত বলে মনে করেন শাস্ত্রী।

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার জন্য হার্দিককে প্রয়োজন। ও না থাকলে ব্যাটিং, বোলিং দু’দিকই দুর্বল হয়ে যায়। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক ফিট না থাকায় আমাদের খুব সমস্যা হয়েছিল। এ বার যাতে সেটা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।’’

Advertisement

এশিয়া কাপে চোটের কারণে নেই বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে পুরো সুস্থ দেখতে চান শাস্ত্রী। তিনি বলেন, ‘‘ছোট ফরম্যাটে এখন বুমরা বিশ্বের অন্যতম সেরা বোলার। বিপক্ষ ওকে ভয় পায়। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বুমরা সমান ভয়ঙ্কর। এশিয়া কাপে ওকে বিশ্রাম দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।’’

এশিয়া কাপে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলী ও লোকেশ রাহুল। তাঁরা দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেবেন বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘কোহলী, রাহুল দু’জনেই অভিজ্ঞ ক্রিকেটার। ওরা জানে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হবে। এখন ভারতীয় ব্যাটিংয়ে নীচের দিকে ঋষভ, হার্দিক, জাডেজারা থাকায় টপ অর্ডারের চাপ অনেকটা কম। কারণ, টপ অর্ডার ভাল খেলতে না পারলেও বড় রান করার ক্ষমতা ভারতের রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন