ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা নিউ জ়িল্যান্ডের রাচিন, পছন্দই হল না অশ্বিনের! বাছলেন কাকে?

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন রবীন্দ্র। আইপিএল সতীর্থ পুরস্কার পাওয়ায় খুশি নন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে প্রতিযোগিতার সেরা তাঁরই রাজ্যের এক ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:২৫
Share:

(বাঁ দিকে) রাচিন রবীন্দ্র এবং রবিচন্দ্রন অশ্বিন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কয়েক দিন পর শুরু হবে আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন এবং রাচিন রবীন্দ্র। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য অশ্বিনের তরুণ সতীর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার হয়েছেন। অথচ অশ্বিন খুশি নন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই সিদ্ধান্তে। অভিজ্ঞ অলরাউন্ডারের ভোট নিজ রাজ্যের বরুণ চক্রবর্তীর দিকে।

Advertisement

অশ্বিনের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের স্পিনারই। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘‘আমার মতে বরুণই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার। বরুণ পুরো প্রতিযোগিতায় খেলেনি। তবু ও-ই বড় পার্থক্য গড়ে দিয়েছে। বরুণ না থাকলে ফল অন্য রকম হতে পারত। বরুণই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুনত্ব যোগ করেছে। আমি বিচারক হলে বরুণকেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার নির্বাচিত করতাম।’’

বরুণকে এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘গ্লেন ফিলিপ্সকে কী ভাবে আউট করেছে ভাবুন। ফিলিপ্স স্টাম্প ছেড়ে ব্যাট করছিল। তাই বরুণ কিছুটা বাইরে গুগলিটা করে। শুধু ওই বলটার জন্যই বরুণকে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার বলা যায়। সেরার পুরস্কার তাকেই দেওয়া উচিত, যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। বরুণই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার হওয়ার যোগ্য।’’

Advertisement

অশ্বিন আইপিএলের সতীর্থের পারফরম্যান্সেও খুশি। তবু রাচিনের থেকে কেকেআর স্পিনারকেই এগিয়ে রাখছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এই সাফল্যের জন্য ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকেও কৃতিত্ব দিয়েছেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement